Bangladesh: গণবিক্ষোভে শেখ হাসিনার (Sheikh Hasina) সরকারের পতনের পর বাংলাদেশে (Bangladesh) ক্রমে রাজনৈতিক খুঁটি শক্তি বাড়িয়ে নিতে মরিয়া জামাত ইসলামি। হাসিনার জমানায় সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়। তবে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর জামাত প্রবল সক্রিয়। এবার তাদের হিন্দু শাখা তৈরি হলো বাংলাদেশে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামাত ইসলামির বিরুদ্ধে অভিযোগ এই সংগঠনটি পাকিস্তানি সেনার মদতে গণহত্যায় জড়িত ছিল। একাধিক জামাত নেতার ফাঁসি হয়েছে বাংলাদেশে।
সম্প্রতি বাংলাদেশের হিন্দু নেতা ও ভারতের আরএসএস ঘনিষ্ঠ গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ‘জামায়াত যেমন সৎ লোকের শাসন চায়, আমরা হিন্দুরাও সৎ লোকের শাসন চাই।’ তার এই মন্তব্য ও একাধিকবার জামাত নেতাদের সঙ্গে বৈঠক বারবার বিতর্ক তৈরি করে।
জামাত ইসলামি বাংলাদেশ জানিয়েছে, রংপুরের পীরগাছায় হিন্দু শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মির্জাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ভবেশ চন্দ্র বর্মণ ও সাধারণ সম্পাদক হয়েছেন ওষুধ ব্যবসায়ী বিজন চন্দ্র দাস।
জামাত ইসলামি জানাচ্ছে, শুক্রবার (২৫ অক্টোবর) রাতে হিন্দু সম্প্রদায়কে নিয়ে আলোচনা ও মতবিনিময় সভায় এই কমিটির নাম ঘোষণা করেন সদর ইউনিয়ন শাখারআমির আব্দুর জব্বার। সংগঠনের সহ সভাপতি হয়েছেন দেবী চৌধুরানী ডিগ্রি কলেজের প্রদর্শক তাপস চন্দ্র রায়, সহ সম্পাদক কিসামত ঝিনিয়া, সনাতন সংঘের সভাপতি হিসেবে সুধারঞ্জন বর্মণ ও অর্থ সম্পাদক দেউতি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক প্রভাষ চন্দ্র বর্মণের নাম ঘোষণা করা হয়। মতবিনিময় সভা সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক হাফেজ ইদ্রিস আলী। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা জামাত ইসলামির সেক্রেটারি মাওলানা এনামুল হকসহ অন্যান্য নেত়ৃত্ব।
বাংলাদেশ জামাত ইসলামির প্রধান ড. শফিকুর রহমান বলেছেন ‘জাতি ধর্ম দল মত নির্বিশেষে বাংলাদেশ আমাদের সবার। আমরা চাই, প্রিয় দেশ শান্তিতে থাকবে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকবে, মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হবে, প্রতিটি নাগরিক মর্যাদাবান নাগরিক হিসেবে পরিচয় দিয়ে স্বস্তিবোধ করবে। দেশে-প্রবাসে যারাই আছেন, তারা একজন গর্বিত বাংলাদেশী হিসেবে যেন নিজের পরিচয় স্বানন্দে প্রকাশ করতে পারেন’
তিনি বলেন,’ জামায়াতে ইসলামী এমন একটি মানবিক সমাজ বিনির্মানের স্বপ্ন দেখে। যে সমাজে সীমাহীন বৈষম্য থাকবে না এবং মানুষের অধিকারের প্রতি কেউ হস্তক্ষেপ করার দুঃসাহস দেখাবে না। যারা দেশ পরিচালনা করবে, তারা হবে নিরেট জনগণের খাদেম।’