Blast: কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত ৯ শ্রমিক

চাঞ্চল্যকর ঘটনা ঘটল গুজরাটে (Gujrat)। একটি কারখানায় (Facrory) ভয়াবহ বিস্ফোরণে আহত হলেন ৯ জন শ্রমিক। গুজরাটের ভাবনগর জেলার একটি কারখানায় বিস্ফোরণে ৯ জন শ্রমিক আহত…

চাঞ্চল্যকর ঘটনা ঘটল গুজরাটে (Gujrat)। একটি কারখানায় (Facrory) ভয়াবহ বিস্ফোরণে আহত হলেন ৯ জন শ্রমিক। গুজরাটের ভাবনগর জেলার একটি কারখানায় বিস্ফোরণে ৯ জন শ্রমিক আহত হয়েছেন বলে রবিবার জানিয়েছে পুলিশ (Police)।

সিহোর (Sihor) পুলিশ স্টেশনের এক কর্মকর্তা জানান, রবিবার গান্ধীনগর (Gandhinagar) থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে জেলার সিহোর শহরের কাছে অবস্থিত অরিহন্ত ফার্নেস রোলিং মিল-এ এই ঘটনা ঘটেছে। বিস্ফোরণের সময়ে শ্রমিকরা (Worker) কারখানাতেই ছিলেন। তাদের মধ্যে নয়জন দগ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানান ওই কর্মকর্তা।

   

শেষ পাওয়া খবর অনুযায়ী, আহতদের সবাইকে উদ্ধার করে ভাবনগরের (Vabnagar) একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে এই বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।