গুলমার্গে সেনার গাড়ি লক্ষ্য করে জঙ্গি হামলা, আহত ২ জওয়ান

J&K: জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি হামলা। গুলমার্গে সেনার গাড়ি লক্ষ্য করে জঙ্গি হামলা, আহত ২ জওয়ান। বৃহস্পতিবার নিয়ন্ত্রণ রেখার (LOC) কাছে গুলমার্গের বোটাপাথরের নাগিন…

J&K: জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি হামলা। গুলমার্গে সেনার গাড়ি লক্ষ্য করে জঙ্গি হামলা, আহত ২ জওয়ান। বৃহস্পতিবার নিয়ন্ত্রণ রেখার (LOC) কাছে গুলমার্গের বোটাপাথরের নাগিন এলাকার কাছে এই জঙ্গি হামলা ঘটে। জঙ্গিরা সেনাবাহিনীর গাড়িতে হামলা চালায়। হামলার জেরে ২ জন সেনা আহত হয়েছেন। জানা গিয়েছে গাড়িটি ১৮ রাষ্ট্রীয় রাইফেলসের (RR) ছিল।

হামলার সময় একজন কুলিও গুরুতর আহত হয়েছেন। জানা যাচ্ছে, গাড়িটি বোটাপাথর থেকে যাওয়ার সময় জঙ্গিরা হামলা চালায়।

   

সম্প্রতি কাশ্মীরে অ-স্থানীয় শ্রমিকদের উপর হামলা বেড়েছে। সর্বশেষ হামলাটি বৃহস্পতিবার সকালে ঘটে। জঙ্গিরা আজ পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় উত্তরপ্রদেশের এক শ্রমিককে গুলি করে আহত করেছে।

রবিবার গান্ডারবাল জেলার একটি নির্মাণ সাইটে জঙ্গি হামলায় ৬ অ-স্থানীয় শ্রমিক এবং একজন স্থানীয় ডাক্তার নিহত হয়েছেন। গত ১৮ অক্টোবর বিহারের একজন শ্রমিক শোপিয়ান জেলায় জঙ্গিদের গুলিতে নিহত হন।