কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, জরুরি অবতরন সাতটি বিমানের

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বোমাতঙ্ক। খবর সামনে আসতেই রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে বিমানবন্দরে। এই খবরের জেরেই বৃহস্পতিবার সন্ধ্যেয় কলকাতা বিমানবন্দরে সাতটি বিমান জরুরি অবতরন। এই নিয়ে…

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বোমাতঙ্ক। খবর সামনে আসতেই রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে বিমানবন্দরে। এই খবরের জেরেই বৃহস্পতিবার সন্ধ্যেয় কলকাতা বিমানবন্দরে সাতটি বিমান জরুরি অবতরন। এই নিয়ে পরপর চারদিন এই বোমাতঙ্কের খবর সামনে আসে।   

Advertisements

Cyclone Dana: ‘ডানা’ বিপর্যয়ে পর্যবেক্ষণে সারারাত নবান্নে থাকবেন মুখ্যমন্ত্রী

   

সম্প্রতি একের পর এক বোমাতঙ্কের হুঁশিয়ারিতে উদ্বিগ্ন ভারতের বিমান সংস্থাগুলি। এমনকী একইদিনে বোমাতঙ্কের হুমকি পায় দেশের ৩২ টি বিমান। এই ঘটনাটি সামনে আসতেই রীতিমতো আতঙ্ক ছড়ায় দেশের প্রায় প্রতিটি বিমানবন্দরে। ঘটনার জেরে দীর্ঘক্ষণ ব্যহত হয় বিমান চলাচল।

অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফেও সম্প্রতি বিমানে নাশকতার হুমকিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। বিমানে নাশকতার হুঁশিয়ারি দিয়েছিল খালিস্তানি সংগঠনের নেতা ভারত বিরোধী গুরপবন্ত সিং পান্নুন। 

S Jaishankar: নিরাপত্তা পরিষদের দ্রুত সংস্কার আবশ্যক, ব্রিকস মঞ্চে ঘুরিয়ে চিনকে বার্তা ভারতের

আশির দশকে শিখদের গণহত্যার ‘প্রতিশোধ’ নিতে এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতা চালানোর আগাম হুঁশিয়ারি দিয়েছেন গুরুপতবন্ত সিংহ পান্নুন। নিষিদ্ধ খলিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিস (এসএফজে)-এর এই নেতার হুমকি প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে গিয়েছে। গত সোমবার যাত্রীদের সতর্ক করে পন্নুন জানিয়েছেন, আগামী ১ থেকে ১৯ নভেম্বর কেউ যেন এয়ার ইন্ডিয়া বিমানে যাত্রা না করেন।   

Advertisements

বড় আতঙ্কে সলমন! লরেন্স বিশ্নোইয়ের নামে ফের খুনের হুমকি পেল ‘ভাইজান’

যদিও অন্যদিকে, এই ঘটনার প্রেক্ষিতে ভারতের আকাশকে যাত্রীদের জন্য সম্পূর্ণ নিরাপদ বলেই জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। তবে এদিন কলকাতা বিমানবন্দরে হঠাৎ বোমাতঙ্কের ঘটনা সামনে আসায় নড়েচড়ে বসেছে কলকাতা সহ দেশের বিভিন্ন বিমানবন্দর কর্তৃপক্ষ।