ক্রেতা আকৃষ্ট করতে কালীপুজোর আগে লঞ্চ হল Maruti Suzuki Swift-এর Blitz Edition

কালীপুজোর আগে Swift-এর স্পেশাল এডিশন লঞ্চের ঘোষণা করল মারুতি সুজুকি (Maruti Suzuki)। নাম রাখা হয়েছে – Maruti Suzuki Swift Blitz Edition। উৎসবের এই মরশুমে মূলত…

short-samachar

কালীপুজোর আগে Swift-এর স্পেশাল এডিশন লঞ্চের ঘোষণা করল মারুতি সুজুকি (Maruti Suzuki)। নাম রাখা হয়েছে – Maruti Suzuki Swift Blitz Edition। উৎসবের এই মরশুমে মূলত গাড়িটির বিক্রি বাড়াতেই এমন সিদ্ধান্ত সংস্থার। Grand Vitara SUV এবং Baleno-র স্পেশাল এডিশন অবতার লঞ্চের পর এবার হ্যাচব্যাক Swift-এর Blitz এডিশন হাজির করল সংস্থা। 

   

নতুন Maruti Suzuki Swift Blitz Edition কমপ্লিমেন্টারি অ্যাক্সেসরি প্যাকেজের মাধ্যমে ক্রেতারা বেছে নিতে পারেন। যার জন্য অতিরিক্ত খরচ পড়বে ৩৯,৫০০ টাকা। এই প্যাকেজ গ্রহণ করলে মিলবে সাজসজ্জা এবং ফিচারে বেশ কিছু আপডেট। 

সদ্য লঞ্চ করা এই বাইক নিয়ে বিশেষ ঘোষণা করল Triumph, কী জানাল সংস্থা?

Maruti Suzuki Swift Blitz Edition : এক্সটিরিয়ার 

Swift Blitz Edition দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ হয়েছে – VXi ও VXi(O)। রেগুলার ভার্সনের প্রথাগত সরঞ্জামের পাশাপাশি স্পেশাল এডিশনের হ্যাচব্যাকে রয়েছে একটি গ্রিল গার্নিশ, এলইডি ফগ ল্যাম্প এবং ফ্রন্ট, রিয়ার ও সাইড প্রোফাইলের জন্য আন্ডারবডি স্পয়লার। এছাড়া থাকছে বডি ক্ল্যাডিং, উইন্ডো ফ্রেম কিট, ডোর ভাইজর এবং ব্ল্যাক রুফ স্পয়লার।

অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য সুখবর! এবার Hero XPulse আরও বড় ইঞ্জিনের সঙ্গে আসছে

Maruti Suzuki Swift Blitz Edition : ইন্টেরিয়র 

Swift Blitz Edition-এর কেবিনটি অত্যাধুনিক ফিচার দ্বারা সজ্জিত। যেমন ভিন্ন স্টাইলের সিট কভার ও ফ্লোর ম্যাট, একটি ৯ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য।

Maruti Suzuki Swift Blitz Edition : পাওয়ারট্রেন

স্পেশাল এডিশনের বৈশিষ্ট্য কেবলমাত্র ফিচার ও ডিজাইনেই সীমাবদ্ধ। স্ট্যান্ডার্ড ভার্সনের পাওয়ারট্রেন Maruti Suzuki Swift Blitz Edition-এও উপলব্ধ রয়েছে। গাড়িটি পেট্রোল এবং পেট্রোল-সিএনজি পাওয়ারট্রেন বিকল্পে বেছে নেওয়া যাবে। ১.২ লিটার থ্রি সিলিন্ডার ন্যাচেরালি অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিন থেকে ৮২ বিএইচপি শক্তি এবং ১১২ এনএম টর্ক উৎপন্ন হবে। গাড়িটি ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স এবং ৫-স্পিড এএমটি ইউনিট সহ উপলব্ধ হয়েছে।