সদ্যই হারের মুখ দেখেছে তাঁর দল। বিগত ১৬ই অক্টোবর থেকে শুরু হওয়া বেঙ্গালুরু টেস্টে হেরে লজ্জার নজির গড়েছে টিম ইন্ডিয়া। তবে দলীয় মঞ্চে জঘন্যতম পারফরম্যান্স এলেও, ব্যাক্তিগতভাবে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে রান পেয়েছিলেন বিরাট কোহলি। তবে দ্বিতীয় ইনিংসে পারফরম্যান্স করলেও ব্যক্তিগতভাবে প্রথম ইনিংসে ব্যর্থতাই জুটেছিল ভারতীয় কিংবদন্তির কপালে।
তাই শেষমেশ নিজের ‘ভাগ্য’ পাল্টাতে ফের একবার ভগবানের দ্বারস্থ হলেন কিং কোহলি। গতকাল করবা চৌথ উপলক্ষে বিখ্যাত কীর্তন শিল্পী কৃষ্ণ দাসের কীর্তনে অংশগ্রহণ করেন তিনি। তবে শুধু কোহলি নন, তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাও (Virat Kohli and Anushka Sharma) উপস্থিত ছিলেন সেখানে।
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে চলমান তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। প্রথম টেস্টে ভারতীয় দলের নেতৃত্ব দেন রোহিত শর্মা, যিনি টানা ছয় জয়ের রেকর্ড নিয়ে মাঠে নামেন, যেখানে বাংলাদেশকে একতরফা হারানোরও কৃতিত্ব ছিল। তবে প্রথম টেস্টে ভারতের পারফরম্যান্স হতাশাজনক হয়, নিউজিল্যান্ড দল ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয়। তাঁর সাথে ভেঙে যায় ভারতের টানা সাত ম্যাচ অপরাজিত থাকার স্বপ্নও ।
ভারত হারলেও করবা চৌথ ২০২৪ উপলক্ষে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা মুম্বাইয়ে একত্রে দেখা গেছেন। তবে এবার তারা করবা চৌথের উপবাস পালন না করে বিশেষ এক পূজায় অংশ নেন। জানা গেছে,তাঁরা বিখ্যাত কীর্তন শিল্পী কৃষ্ণ দাসের (Krishna Das) কীর্তনে অংশগ্রহণ করেন। এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে অনুষ্কা সাদা পোশাকে মনোমুগ্ধকর লাগছিলেন এবং বিরাটকে ক্যাজুয়াল পোশাকে স্ত্রীকে আগলে রাখতে দেখা গেছে।
The way Virat is enjoying the Kirtan, he has totally lost in this moment 🥹❤️ pic.twitter.com/mVdnsWNxxy
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) October 21, 2024
ভিডিওতে দেখা যায়, কীর্তনের সময় বিরাট ও অনুষ্কা একান্তভাবে সংগীতে ডুবে আছেন। অনুষ্কাকে এমনকি কীর্তন গাইতেও দেখা যায়, যা ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি করেছে। এই ভিডিওটি বিরাট এবং অনুষ্কা ভক্তদের দ্বারা বেশ প্রশংসিত হয়েছে এবং দ্রুত ছড়িয়ে পড়েছে।
ভারত এখন পর্যন্ত মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে দুটি টেস্ট ম্যাচ খেলেছে। এর মধ্যে ২০১৭ সালে তাঁদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৩৩৩ রানে পরাজিত হতে হয়েছিল ভারতকে। যদিও ভারতের এই পরাজয়টি আসে বিরাট কোহলি অধিনায়ক থাকাকালীনই। যদিও এরপর ২০১৯ সালে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইনিংস এবং ১৩৭ রানে জিতে স্টেডিয়ামের হৃত গৌরব পুনরুদ্ধার করে।
এবার ইংল্যান্ডেও ‘প্রবেশ’ করছে আইপিএল, জেনে নিন চমকপ্রদ তথ্য
প্রসঙ্গত উল্লেখ্য যে, বিরাটের এই কীর্তন প্রেম বা ভগবানের প্রতি আসক্তি কোনো নতুন ব্যাপার নয়। স্ত্রী অনুষ্কার সাহচর্যেই জীবনযাত্রার এই দিকটির দিকে আকৃষ্ট হয়েছেন বিরাট। এর আগে ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানির ছেলের বিয়ের সময়কালে লন্ডনের এই কীর্তন আসরে মেয়ে ভামিকাকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন বিরাট দম্পতি (Virat Kohli and Anushka Sharma)। এছাড়াও বিভিন্ন শিবমন্দিরে বিভিন্ন সময়ে স্ত্রী সমেত দেখা গিয়েছে বিরাটকে। একদা নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন ভগবানের কৃপাতেই তিনি নিজের রানের খরা কাটিয়ে স্বচ্ছল হয়েছেন। এবার দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে সেই মন্ত্রেই কতটা সাফল্য পান সেটা দেখতেই মুখিয়ে রয়েছেন সমর্থকরা।