তৃষার জন্মদিনে শুভেচ্ছায় ভরিয়ে দিল মশাল সমর্থকরা

ইন্ডিয়ান সুপার লিগে টানা পাঁচ ম্যাচ হার লাল-হলুদের। লিগে দলের ভবিষ্যৎ কি? সেই বিষয়ে কারর জানা নেই। তবে কলকাতা ফুটবল লিগে জুনিয়র ফুটবলারদের পারফরম্যন্স নজর…

torch-supporters-birthday-wish-to-east-bengal-womens-captain-trisha-mallick

ইন্ডিয়ান সুপার লিগে টানা পাঁচ ম্যাচ হার লাল-হলুদের। লিগে দলের ভবিষ্যৎ কি? সেই বিষয়ে কারর জানা নেই। তবে কলকাতা ফুটবল লিগে জুনিয়র ফুটবলারদের পারফরম্যন্স নজর কেড়েছে সমর্থকদের। এছাড়াও ইন্ডিয়ান উইমেন্স লিগের গত মরশুমে নিজেদের মেলে ধরতে পারেনি ইস্টবেঙ্গল (East Bengal)। সেক্ষেত্রে আসন্ন মরশুমে ভালো ফলের আসায় নতুন ভাবে দল সাজাচ্ছে লাল-হলুদ শিবির। সেই মতো আশালতা দেবী, অঞ্জু তামাং এবং সোনালি চেমাতের সঙ্গে চুক্তি করেছে ক্লডিয়াস সরণির এই ক্লাব। এরই মধ্যে দলের সমর্থকদের তাক লাগিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল মহিলা দলের অধিনায়ক (East Bengal Women’s Captain) তৃষা মল্লিক (Trisha Mallick)।

ডাগআউটে নিশ্চিত অস্কার! প্রথম একাদশে চমক লাল-হলুদের

   

লাল-হলুদ শিবিরের মহিলা দলের ফুটবলার তৃষার পায়ের জাদুতে যেমন মুগ্ধ দলের সমর্থক থেকে শুরু করে তাঁর ভক্তরা। গত মরশুমে ইন্ডিয়ান উইমেন্স লিগের ম্যাচ গুলিতে লাল হলুদ জার্সি গায়ে এবং অধিনায়ক হয়ে মাঠ কাঁপিয়েছিলেন তৃষা। এরপর সোশ্যাল মিডিয়াতেও তাঁর ফ্যান ফলোয়ার্সদের মন জিতে নিয়েছিলেন তিনি। যেমন অষ্টমীর দিন তাঁর শাড়ি পড়া ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেই মুগ্ধ হয়েছিল ইস্টবেঙ্গল সমর্থকরা।

ডার্বি জিতেও চুপচাপ মোলিনা, জানালেন পরবর্তী টার্গেট

২০ অক্টোবর অর্থাৎ আজ তৃষা মল্লিকের জন্মদিন। জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে তাঁর অগুণতি ভক্তরা। বল পায়ে সবুজ মাঠে তৃষা যেভাবে বিপক্ষ দলকে ভেল্কি দেখান, ঠিক তেমনই নেট মাধ্যমে তাঁকে জন্মদিনের শুভেচ্ছার বন্যা লাল-হলুদ সমর্থকদেরও।