অনশন প্রত্যাহারের শর্তেই জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর

সোমবার বিকেলে নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি নিয়ে রবিবার রাজ্য প্রশাসনের সঙ্গে…

Mamata's Message on Bangladesh Issue: "India's Integrity Must Be Preserved at All Costs

সোমবার বিকেলে নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি নিয়ে রবিবার রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা হতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। অনশন  তুললে তবেই এই বৈঠকে বসবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।   

গতকাল শনিবার আন্দোলন মঞ্চে হাজির হয়েছিলেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। মুখ্যসচিব মনোজ পন্থের মাধ্যমে ফোনে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক কথা বলেন মুখ্যমন্ত্রী। ফোনে জুনিয়র চিকিৎসকদের কাছ থেকে দশ দফা দাবি শুনতে চান তিনি। তবে আট দফা দাবি শোনান জুনিয়ররা। দ্রুত ও স্বচ্ছ বিচার, স্বাস্থ্যসচিবের অপসারণ, রেফারেল ব্যবস্থা, ফাঁকা বেডের খতিয়ান, হাসপাতাল সিভিক ভলান্টিয়ার নিয়োগে আপত্তি, ছাত্র সংসদ নির্বাচনের মতো আট দফা দাবির কথা উল্লেখ করেন আন্দোলনকারীরা। বাকি দুদফা দাবি বৈঠকের টেবিলে বলবেন বলেই জানান চিকিৎসকরা। আন্দোলনকারীদের দাবি শোনার পাশাপাশি জুনিয়র ডাক্তারদের দ্রুত কাজে যোগ দেওয়ার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী।   

   

এদিকে তৃণমূল নেতা কুনাল ঘোষ এবং প্রতিবাদী ডাক্তার নারায়ণ গাঙ্গুলির হঠাৎ বৈঠক ঘিরে ইতিমধ্যেই তুলকালাম ডাক্তারমহলে।

এদিকে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনে ১৬ দিন হয়েগেল। তারমধ্যে কোনও রফাসূত্র না বেরোনোয় এখনও কাটেনি অচলাবস্থা। মেডিক্যাল কলেজ গুলিতে নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রীর চার মাসের সময় চেয়ে নেওয়া। এবং সর্বশেষ কাজে ফেরার অনুরোধ। সবমিলিয়ে শনিবারের বারবেলায় ধর্মতলার চেনা ছবিটা যেন অনেকটাই পাল্টে গেল কয়েক মুহূর্তে। শনিবার যেন এই চমকটা অপ্রত্যাশিত ছিল। মুখ্য সচিব নিজে এসে উপস্থিত হলেন অনশন মঞ্চে। এর আগে স্বাস্থ্য ভবনের আন্দোলনে খোদ মমতা গিয়ে হাজির হয়েছিলেন। তারপরে সরকারের দরবারে বারবার গিয়েছিলেন ডাক্তাররা।