নিম্নচাপের ভ্রুকুটি দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Bureau forecast) অনুযায়ী আন্দামানসাগরে একটি উচ্চ বায়ু ঘূর্ণিঝড় তৈরীর সম্ভাবনা রয়েছে। যা ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর এর মধ্যে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে যার জেরে ২৩ এবং ২৪ শে অক্টোবর বঙ্গে ভারী বৃষ্টি সম্ভাবনা।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ২৩ ও ২৪ শে অক্টোবর দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বিশেষ করে কলকাতা দক্ষিণ 24 পরগনা উত্তর 24 পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। উপকূলবর্তী ও এলাকায় ভারী বৃষ্টি একই সঙ্গে উত্তাল হতে পারে সমুদ্র সমুদ্রের ঢেউ ৫ ফুট বা তার বেশি উচ্চতায় উঠতে পারে। উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি। তবে এখনো পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাবার কোন নিষেধাজ্ঞা জারি হয়নি। আবহাওয়াবিদদের মতে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
হাওয়া অফিসের পূর্বাষ অনুযায়ী উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে পাহাড়ি এলাকায় বৃষ্টির জেরে ধস বা প্লাবনের আশঙ্কা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
শনিবার সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা। আলিপুর সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৯ শতাংশ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আলিপুর সংলগ্ন পার্শ্ববর্তী এলাকায় ৭.১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।