চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ভারত-পাকিস্তান দুই দলের সমর্থকদের নয়া চমক দিল আইসিসি। ফের অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের আসর। তবে সিনিয়র দলের মধ্যে নয়, যুব এশিয়া কাপ টি২০ টুর্নামেন্টে খেলতে দেখা যাবে এই দুই মহারথীকে। ওমানের আল আমরাত স্টেডিয়ামে ১৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় এই হাই-ভোল্টেজ ম্যাচটি (IND vs PAK Emerging Asia Cup 2024) শুরু হবে। ১৮ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত চলমান এই টুর্নামেন্টের এটি ষষ্ঠ সংস্করণ, যেখানে আটটি দল অংশ নিচ্ছে—ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত (UAE), হংকং এবং আয়োজক ওমান।
ভারতীয় এ দলের নেতৃত্ব দেবেন প্রতিভাবান ক্রিকেটার তিলক বর্মা, যিনি প্রথমবার অধিনায়ক হিসেবে দলের প্রত্যাশা পূরণের চেষ্টায় থাকবেন। অন্যদিকে পাকিস্তানের নেতৃত্বে থাকবেন মহম্মদ হারিস। ভারত ও পাকিস্তান উভয়ই গ্রুপ এ-তে রয়েছে, যেখানে তাদের সঙ্গে যুক্ত আরব আমিরাত ও ওমান দল রয়েছে।
গতবারের ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে ভারতের বড় পরাজয়ের স্মৃতি রয়েছে। পাকিস্তানের কাছে ১২৮ রানে হারের পর ভারত এবার প্রতিশোধের জন্য প্রস্তুত। তিলক বর্মার নেতৃত্বে ভারতীয় দল এইবারে প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে প্রতিশোধ নিতে চাইছে।
Captains are ready for the Emerging Asia Cup 2024 👊
📸: ACC pic.twitter.com/ZpCdDgrC8i
— CricTracker (@Cricketracker) October 17, 2024
এছাড়াও ভারতের সহ অধিনায়কের দায়িত্বে আরেক প্রতিভাবান অভিষেক শর্মা। আইপিএলে তো বটেই, তার পর জিম্বাবোয়ে বিরুদ্ধে সেঞ্চুরিও করেছেন। এছাড়াও রয়েছেন বৈভব অরোরা, আয়ুষ বাদোনি, রাহুল চাহার, সাই কিশোর, রমনদীপ সিংরা। প্রত্যেকেই নিজেদের প্রতিভা দেখিয়েছেন আইপিএলের মঞ্চে।
মাত্র ৪৬ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়ল ভারত
অন্যদিকে পাকিস্তানের হয়ে নিজেদের মেলে ধরতে প্রস্তুত আব্বাস আফ্রিদি, আহমেদ দানিয়াল, মহম্মদ ইমরান, ইয়াসির খানরা। এঁদের মধ্যে অধিকাংশরই পাকিস্তানের মূল দলের হয়ে অভিষেক হয়নি। তবে প্রায় প্রত্যেকেই পাকিস্তান সুপার লিগে নিয়মিত খেলেন। ফলে এই দুই দলের মধ্যেই টানটান লড়াই হবে।
ম্যাচের সময় ও টিভি/ অনলাইন সম্প্রচার
ভারত ও পাকিস্তানের (IND vs PAK Emerging Asia Cup 2024) ম্যাচটি ১৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় শুরু হবে। টিভিতে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস ১ চ্যানেলে। দর্শকরা ঘরে বসেই এই উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করতে পারবেন। যাঁরা টিভিতে ম্যাচটি দেখতে পারবেন না, তারা অনলাইনে ফ্যানকোড অ্যাপ এবং ব্রাউজারে ম্যাচটি সরাসরি দেখতে পারবেন। এছাড়াও স্মার্ট টিভির মাধ্যমে ফ্যানকোড অ্যাপ ব্যবহার করে ম্যাচটি লাইভ দেখা যাবে।
ভারত ও পাকিস্তানের স্কোয়াড
ভারতীয় স্কোয়াড:
তিলক বর্মা (ক্যাপ্টেন), অভিষেক শর্মা, আয়ুষ বদোনি, নিশান্ত সিন্ধু, অনুজ রাওয়াত, প্রভসিমরন সিং, নেহাল ওধেরা, অংসুল কম্বোজ, ঋতিক শোকিন, আকিব খান, বৈভব অরোরা, রসিখ সালাম, সাই কিশোর, রাহুল চাহার।
IND vs PAK: ভারত-পাকিস্তান ম্যাচে এই সাত খেলোয়াড়ের মধ্যে লড়াই হবে
পাকিস্তানি স্কোয়াড:
মোহাম্মদ হারিস (ক্যাপ্টেন), আব্বাস আফ্রিদি, কাসিম আক্রম, আহমদ দানিয়াল, শাহনওয়াজ দাহানি, মোহাম্মদ ইমরান, হাসিবুল্লাহ খান, ইয়াসির খান, জমান খান, আরাফাত মিনহাস, সুফিয়ান মোকিম, মেহরান মুমতাজ, আব্দুল সামাদ, ওমাইর ইউসুফ।