পশুর হাট মাঠে কেষ্ট দর্শনে হাতাহাতি, কাজল শেখ লাপাত্তা

আজ সবাই এসেছে শুধু তুমি এলে না….কাজল শেখ আসেনি! বীরভূম (Birbhum) জেলায় তৃণমূল বিভাজন স্পষ্ট। বিজয়া সম্মেলন থেকে ফের প্রকাশ্যে রাজনীতি শুরু করলেন মমতার প্রিয়…

Rush to see Anubrata Mondal! Kajol Sheikh Missing

আজ সবাই এসেছে শুধু তুমি এলে না….কাজল শেখ আসেনি! বীরভূম (Birbhum) জেলায় তৃণমূল বিভাজন স্পষ্ট। বিজয়া সম্মেলন থেকে ফের প্রকাশ্যে রাজনীতি শুরু করলেন মমতার প্রিয় কেষ্ট।

গরু পাচার তদন্তে তিহার জেল থেকে জামিন পেয়ে ফের জেলায় ফেরার পর এটাই অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর প্রথম প্রকাশ্য জনসংযোগ। অনুব্রতহীন জেলা তৃণমূলে এতদিন ছিল কাজল শেখের রনরমা। আবার পরিস্থিতি ঘুরে গেছে।

   

মঞ্চ থেকে বীরভূম জেলা তৃ়ণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল বলেছেন কোনও খুনোখুনি নয়। সকলেই শান্তিপূর্ণভাবে থাকুন। তৃণমূলের অন্দরে আলোচনা, কাজল শেখকে ইঙ্গিতে শান্তি বজায় রাখার বার্তা দেন অনুন্নত।

গরু পাচার তদন্তে অনুব্রত জেলে গেলেও তাকে দলীয় জেলা সভাপতি পদে রেখে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে জেলায় দলের হাল ধরেছিলেন অনুব্রত বিরোধী কাজল শেখ। একটি সাংগঠনিক কোর কমিটি ছিল। তাতে কাজল শেখের নিয়ন্ত্রণ চলত।

অনুব্রত ফেরার পর ফের ব্যাকফুটে কাজল শেখ।বিজয়া সম্মেলনে অনুব্রতর পাশে ছিলেন বোলপুরের তৃণমূল বিধায়ক, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ কোর কমিটির সদস্যরা। কাজল শেখ অনুপস্থিত। 

অনুব্রত মণ্ডলের সভায় ব্যাপক বিশৃঙ্খলা হয় বলে অভিযোগ। দলীয় সমর্থকরা হাতাহাতি করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিনের সভায় অনুপস্থিত ছিলেন কোর কমিটির তিন গুরুত্বপূর্ণ সদস্য কাজল শেখ, অভিজিৎ সিংহ আর আশিস ব্যানার্জী।