গত কয়েক বছর ধরেই নর্থইস্ট ইউনাইটেডের (NorthEast United FC) হয়ে খেলছেন পার্থিব গগৈ (Parthib Gogoi)। শেষ মরসুমে বিশেষ করে ইন্ডিয়ান সুপার লিগে দলের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও একক দক্ষতায় যথেষ্ট নজর কেড়েছিলেন এই রাইট উইঙ্গার। গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। যা নজর কেড়েছিল সকলের। যারফলে খুব সহজেই ডাক জাতীয় দলে। ইগর স্টিমাক থেকে শুরু করে মানোলো মার্কুয়েজ। কোচের বদল ঘটলেও জাতীয় শিবিরে ডাক পেয়েছেন এই তারকা।
বিশেষ করে দলের ডুরান্ড কাপ জয়ের ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই ভারতীয় উইঙ্গার। তাঁকে আটকাতে গিয়ে কার্যত কালঘাম ছুঁটেছিল মোহনবাগান ডিফেন্ডারদের। এবার তাঁকেই হাতিয়ার করে ইন্ডিয়ান সুপার লিগ জয় করতে মরিয়া জন আব্রাহামের ফুটবল ক্লাব। নয়া সিজনে নেস্টর আলবিয়াচ থেকে শুরু করে মহম্মদ আলি বেমামারের মতো ফুটবলার দলে থাকলেও এই ভারতীয় ফুটবলারের দিকে বাড়তি নজর রয়েছে সকলের।
সেই প্রসঙ্গেই মুখ খুললেন নর্থইস্ট কোচ পেদ্রো বেনালি। তিনি বলেন, ” একজন তরুণ ফুটবলারের পক্ষে ভুল করা স্বাভাবিক। তবে সময়ের সাথে সাথেই সে যথেষ্ট সক্রিয় হয়ে উঠছে। দলের অধিকাংশ সমর্থক তাঁকে অন্যতম তারকা হিসেবে গন্য করতে শুরু করেছিল। তবে সে মানসিকভাবে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে। কারণ আগে তাঁর যেমন পারফরম্যান্স ছিল তাঁর থেকে অনেকটাই সে নিজেকে উন্নত করেছে। এখন সে খুব একটা খারাপ নয়।”
পাশাপাশি কোচ আরও বলেন, ” একটা সময় যে সমস্ত সমর্থকরা তাঁকে নিয়ে উচ্চ আশা করেছিল বর্তমানে তাঁদের অধিকাংশই এখন পার্থিবকে তিরষ্কার করছে। এটাই হল ফুটবল। ও সেটা ভালো মতোই বুঝতে পেরেছে। তবে এই মুহূর্তে সবাই বলছে তাঁর পারফরম্যান্স খুব একটা ভালো নয়। তবে আমি মনে করি পরবর্তীতে সে ভারতের সেরা ফুটবলারদের মধ্যে একজন হিসেবে গন্য হবে।” বেনালির এই মন্তব্য যথেষ্ট খুশি করেছে নর্থইস্ট সমর্থকদের।
গত সিজনে পার্থিবের পারফরম্যান্স যথেষ্ট নজর কাড়লে ও ডুরান্ড পরবর্তীতে অনেকটাই ছন্দ হারিয়েছেন এই ভারতীয় তারকা। যা নিয়ে প্রচন্ড হতাশ সকলেই। সেখান থেকেই এবার ঘুরে দাঁড়াতছ বদ্ধপরিকর বছর একুশের এই তরুণ ফরোয়ার্ড।