আরজি কর আবহে আড়ম্বর বিহীন লক্ষ্মী আরাধনায় মাতলেন অপরাজিতা

প্রতিবছর যে সকল তারকাদের বাড়িতে কোজাগরী লক্ষ্মী (kojagari laxmi) পুজো হয় তার মধ্য অন্যতম হলেন অপরাজিতা আঢ্য (Aaparajita adhya) । প্রতিবছর নিজে হাতে জাকজমোক ভাবে…

aparajita-laxmi-puja-222

প্রতিবছর যে সকল তারকাদের বাড়িতে কোজাগরী লক্ষ্মী (kojagari laxmi) পুজো হয় তার মধ্য অন্যতম হলেন অপরাজিতা আঢ্য (Aaparajita adhya) । প্রতিবছর নিজে হাতে জাকজমোক ভাবে বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজন করেন অভিনেত্রী।অপরাজিতার (Aaparajita adhya) বাড়িতে পুজোতে আমন্ত্রিত থাকে ইন্ডস্ট্রির সতীর্থ থেকে শুরু করে সংবাদ মাধ্যমের কর্মীরা। এছাড়াও পাড়ার এবং পরিবারের সকলেই আমন্ত্রিত থাকেন উপস্থিত থাকেন।

 এবছরও লক্ষ্মী (kojagari laxmi) আরাধনায় মাতলেন অপরাজিতা (Aaparajita adhya) তবে সমস্ত আড়ম্বর বিহীন। সকাল থেকে শুরু হয়েছে পুজোর নানা প্রস্তুতি। লক্ষ্মী প্রতিমা সাজানো থেকে নানা রকমের ভোগ সবটাই নিজে হাতেই করছেন অভিনেত্রী। প্রতিবছরের মতো এবছরও নিজে হাতে প্রতিমা সাজিয়ে দিলেন অভিনেত্রী। সেই ভিডিও অপরাজিতা তার সমাজ মাধ্যমে সবার সঙ্গে ভাগ করে নিলেন। শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে নানা রকমমের সোনার অলংকার, লাল পার শাড়ি এবং কপালে লাল টিপ, চন্দনের টিপ দিয়ে সুন্দর করে লক্ষ্মী প্রতিমাকে সাজিয়ে দিচ্ছেন অভিনেত্রী।প্রতিবছরই এই রকমের ভালোবাসা দিয়ে সাজিয়ে তোলেন লক্ষ্মী প্রতিমাকে (kojagari laxmi) ।

   

অন্যদিকে অপরাজিতাকে (Aaparajita adhya) দেখা গেল লাল কালো প্রিন্টের সাদা শাড়ি, আর কপালে বড় টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক। গায়ে নিত্য দিনের সাধারণ গয়না। আগে মাকে সাজিয়ে তোলেন তারপরে নিজে সেজে ওঠেন সাবেকি সাজে।

প্রসঙ্গত, সম্প্রতি অপরাজিতা (Aaparajita adhya) তার সমাজ মাধ্যমে একটি বিবৃতি দিয়ে জানিয়েছিলেন তিনি এবছর পুজো করবেন কিন্তু সমস্ত আড়ম্বর বিহীন । অভিনেত্রী লেখেন,‘কোজাগরী লক্ষ্মী পুজোর ফটফটে পূর্ণিমা রাতে লক্ষ্মী দেবী মর্ত্যলোকে অবতরণ করে ঘরে ঘরে আসেন। জিজ্ঞেস করেন, ‘কে জাগো?’ যে জেগে থাকে তার ঘর বৈভবে পূর্ণ করে চলে যান লক্ষ্মী দেবী। এই বৈভব প্রকৃত অর্থেই যে মননের বৈভব, আর এই জাগরণ যে চেতনার নবজাগরণ তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।’

তিনি আরও লেখেন, ‘কিন্তু এমন এক সময়ের সম্মুখীন আমরা যখন আমাদের ঘরের লক্ষ্মীরা দেবীপক্ষের অনেক আগে থেকেই আত্মপক্ষের লড়াই বুকে বেঁধেছে, প্রতি রাতে রাজপথে রাজপথে প্রশ্ন চিহ্ন রেখেছে, ‘কার চেতনা জাগ্রত? কে আছো এই নবজাগরণের লড়াই মাথায় ধারণ করবে?’

এরপর বাড়ির কোজাগরী লক্ষ্মী পুজো অপরাজিতা (Aaparajita adhya) লেখেন,‘সবাই সকলেই জানেন, বিশেষত আমার মিডিয়া বন্ধুরা খুব ভালো করেই জানেন যে কোজাগরী পুজোর এই বিশেষ দিনে আমি, অপরাজিতা, বিশেষ উদযাপনের ব্যবস্থা করি প্রতি বছরে। কিন্তু এই বছরটা উদযাপন থাকছে না।

যে সময়ে রক্ত মাংসের লক্ষ্মীদের এত অবমাননা প্রতিনিয়ত, সেই সময়ে উপাসনা থাকলেও লক্ষ্মী দেবীর পুজো উদযাপন খানিকটা নিরর্থক। তাই অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিলাম, মিডিয়া বন্ধুদের যদি পুজোর ছবি ও ভিডিয়োর প্রয়োজন হয়, আমার গণমাধ্যম দল বিশেষ ভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। লক্ষ্মী দেবী সকলকে চেতনার বৈভব প্রদান করুন, এই কামনা করি।’