নয়া সিজনের শুরুটা আশানুরূপ থাকেনি মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। আগের বছর চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ ঘরে তুলেছিল এই প্রধান। কিন্তু এবার বজায় থাকেনি সেই ধারা। ফাইনালে পরাজিত হতে হয়েছে হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেডের কাছে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে। পরবর্তীতে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম থেকে দুরন্ত পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। প্রথম ম্যাচেই ঘরের মাঠে আটকে যেতে হয়েছিল পেট্র ক্র্যাটকির ছেলেদের কাছে।
সেই ধাক্কা কাটিয়ে বর্তমানে ছন্দে ফিরেছে ময়দানের এই প্রধান দল। গত ম্যাচে তাঁরা পরাজিত করেছে পড়শী ক্লাব মহামেডান স্পোর্টিং ক্লাবকে। এই ধারা বজায় রেখেই আগামী ১৯শে অক্টোবরের ডার্বি জিততে মরিয়া বাগান ব্রিগেড। তাঁর আগেই দলের সকল ফুটবলারদের ম্যাচফিট করতে মরিয়া বাগান কোচ জোসে মোলিনা। তবে শুধুমাত্র সিনিয়র দল নয়। অদূর ভবিষ্যতের কথা মাথায় রেখে নিজেদের রিজার্ভ বেঞ্চকে ও শক্তিশালী করতে চাইছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। সেইমর্মে গত কয়েক সপ্তাহে একাধিক তরুণ প্রতিভার দিকে নজর ছিল সকলের।
অবশেষে তাঁদের মধ্যেই এবার দুই ফুটবলারকে ট্রায়ালে আসতে দেখা গেল ময়দানের এই প্রধানে। যাদের মধ্যে রয়েছেন গোলরক্ষক প্রিয়ংশু দুবে এবং ডিফেন্ডার উমের মুহথার। উল্লেখ্য, গত কয়েক সিজনে রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পসের হয়ে একাধিক ম্যাচ খেলেছেন বছর আঠারোর এই গোলরক্ষক। পাশাপাশি অনূর্ধ্ব কুড়ি জাতীয় দলের হয়ে ও যথেষ্ট সক্রিয় থেকেছেন কর্নাটকের এই তরুণ ফুটবলার। সব ঠিকঠাক থাকলে আগামী বেশ কয়েকটি সিজনের জন্য তাঁকে চূড়ান্ত করতে চলেছে মোহনবাগান। যারফলে আগের থেকে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে মোহনবাগান।
সিনিয়র দলে বিশাল কাইথ এবং ধিরজ সিংয়ের পর এই তরুণ প্রতিভার উপস্থিতি যথেষ্ট প্রভাব ফেলবে রিজার্ভ দলের পারফরম্যান্সে। পাশাপাশি এবারের কলকাতা ফুটবল লিগে শক্তিশালী ভবানীপুর ফুটবল ক্লাবের হয়ে অনবদ্য পারফরম্যান্স করেছিলেন উমের। স্বাভাবিকভাবেই তাঁর উপর নজর ছিল গঙ্গা পাড়ের এই ফুটবল ক্লাবের। এবার তাঁকেই ভালো মতো দেখে নিতে চাইছে সবুজ-মেরুন।