ভারতের ভরসা পাকিস্তান! সেমির দৌড়ে কে এগিয়ে ?

কঠিন চ্যালেঞ্জ ভারতের (India) সামনে। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের (Womens T20 World Cup) সেমি ফাইনালে যেতে পাকিস্তানকেই ভরসা হরমনপ্রীতদের। রবিবার গ্ৰুপ পর্যায়ের ম্যাচে অজিদের বিরুদ্ধে ৯…

womens t20 worldcup 2024 india depend on pakistan

কঠিন চ্যালেঞ্জ ভারতের (India) সামনে। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের (Womens T20 World Cup) সেমি ফাইনালে যেতে পাকিস্তানকেই ভরসা হরমনপ্রীতদের। রবিবার গ্ৰুপ পর্যায়ের ম্যাচে অজিদের বিরুদ্ধে ৯ রানের হার, চিন্তায় ফেলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। সেমি ফাইনালে যেতে হলে প্রতিবেশী আবার ‘চিরশত্রু’ সেই পাকিস্তানেই আস্থা টিম ইন্ডিয়ার। সোমবার গ্ৰুপ পর্যায়ের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের (New Zealand) মুখোমুখি হবে পাকিস্তান (Pakistan)। এদিনের ম্যাচে ফাতিমা সানারা কিউইদের হারাতে পারলেই সেমি ফাইনালে যাওয়ার অঙ্ক বদলে যাবে গ্রূপ ‘এ’-এর ক্ষেত্রে। দৌড়ে এগিয়ে আসবে হরমনপ্রীতরা।

ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসি ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কিবু ভিকুনার দলের

   

বিশ্বকাপ অভিযান শুরুতেই কিউইদের কাছে হার চাপ বাড়িয়েছিল স্মৃতি মন্ধানাদের। যদিও এর পর পাকিস্তানের বিপক্ষে ৭ বল বাকি থাকতে থাকতে জয় এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় রানের জয় পেলেও। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ রানের হার ভারতের কাছে বাঁধা হয়ে দাঁড়িয়েছে সেমি ফাইনালের যাওয়ার রাস্তায়। সেক্ষেত্রে ভরসা করতে করতে হচ্ছে পাকিস্তানকে। আজকের ম্যাচের ওপর নির্ভর করছে শেফালি বার্মাদের সেমিফাইনালে ওঠার যাবতীয় অঙ্ক।

বিরাট কোহলির দলকে টিকিয়ে রাখতে ‘বড়’ উদ্যোগ সরকারের

গ্রুপ টেবিলে ৪ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া নেট রান রেট +২.২২৩। সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে তাঁরা। আবার ৪ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে দুনম্বরে আছে ভারত। নেট রানরেট +.৩২২। কিন্তু একম্যাচ কম খেলে নিউজিল্যান্ডেরও পয়েন্ট ৪। নেট রানরেট +.২৮২। অর্থাৎ খুব বেশি ফারাক নেই। তবে এদিন পাকিস্তানের বিরুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ কিউইদের জন্য। ম্যাচ জিতলেই ২ পয়েন্ট পেয়ে সেমিফাইনালে পৌঁছে যাবে তাঁরা। এবার পাকিস্তান যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে, তাহলে নেট রানরেটের বিচারে সেমিতে চলে যাবে ভারত। ৩ ম্যাচ খেলে পাকিস্তানের ঝুলিতে ২ পয়েন্ট। অর্থাৎ পাকিস্তান বড় ব্যবধানে জিতলেও নেট রানরেটে ভারতকে টপকানো সম্ভব নয়।

তাই এদিন সকল ক্রিকেট সমর্থকদের নজর রয়েছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচের দিকে। ভারতকে তাকিয়ে থাকতে হবে ফতিমা সানাদের দিকেই। ফলে আপাতত হরমনপ্রীতদের ভাগ্য ঝুলে পাকিস্তানের সাফল্যের উপরই।