বিপত্তির শেষ নেই! ট্রমা কেয়ারে এসেছে রক্তমাখা গ্লাভস, চাঞ্চল্য আরজি করে

আরজি কর (Rg kar case) হাসপাতালের ট্রমা কেয়ারে এসেছে রক্তমাখা গ্লাভস! ওই রক্তমাখা গ্লাভস দিয়েই রোগী পরিষেবা দিতে হবে কী ভাবে তা সম্ভব? প্রশ্ন তুলেছেন…

Blood-stained gloves reveal no traces of blood, new information emerges from lab tests

short-samachar

আরজি কর (Rg kar case) হাসপাতালের ট্রমা কেয়ারে এসেছে রক্তমাখা গ্লাভস! ওই রক্তমাখা গ্লাভস দিয়েই রোগী পরিষেবা দিতে হবে কী ভাবে তা সম্ভব? প্রশ্ন তুলেছেন আরজি করের জুনিয়র ডাক্তারেরা। অভিযোগ, ওই গ্লাভস পরে রোগীদের চিকিৎসা করা হলে সংক্রমণের সম্ভাবনা বাড়বে। জুনিয়র ডাক্তারদের এই অভিযোগের তদন্ত চেয়েছেন স্বাস্থ্য সচিব। সেন্ট্রাল মেডিক্যাল হাসপাতালের স্টোরকে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। ওই রক্তমাখা গ্লাভসগুলি আলাদা করে সরিয়ে রাখতে বলা হয়েছে। 

   

চুটিয়ে ঠাকুর দেখুন, সারারাত চলবে মেট্রো, জেনে নিন সময়সূচি

জুনিয়ার ডাক্তারদের দাবি আগেও এই ধরনের গ্লাভস সরবরাহ হত আরজি করে। তখন কর্তৃপক্ষকে জানিয়ে লাভ হয়নি। মাঝে কিছুদিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে রক্তমাখা গ্লাভসের যোগান। এই ঘটনায় রোগী চিকিৎসায় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন ডাক্তারেরা। তবে এমন ঘটনা কেন বারবার ঘটছে তা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যসচিব। নারায়ণস্বরূপ নিগম।

রতন টাটার দেহ নরিম্যান পয়েন্টে, গান স্যালুট শ্রদ্ধাজ্ঞাপনে আসবেন অমিত শাহ

আরজি কর কাণ্ডের দ্রুত বিচারের জন্য দশ দফা দাবিতে ধর্মতলায় অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। রবিবার সেই অনশনে যোগ দেন আন্দোলনের অন্যতম অনিকেত মাহাতো। গত শনিবারই জুনিয়র ডাক্তারদের ধর্ণামঞ্চে যোগ দেন সিনিয়র ডাক্তাররাও। তারপরেই আরও তীব্রতর হয় আন্দোলন। তবে পুজোর মুখে যখন ভিড় বাড়ছে, তখন ডাক্তারদের এই আন্দোলন আইনশৃঙ্খলা নিয়ে সমস্যা বাড়াতে পারে বলেই মনে করছে কলকাতা পুলিশ (Kolkata police)। 

শাহরুখের জীবনে বড় অনুপ্রেরণা ছিল রতন টাটা

সেই জুনিয়র ডাক্তারদের প্রতি সমর্থন ও সহমর্মিতার কারণে মঙ্গলবার গণইস্তফা দিয়েছেন আরজি করের ৫০ জন সিনিয়র ডাক্তার। আরজি করের দেখানো পথেই হেঁটেছেন কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র ডাক্তারেরাও।

পুজোর মধ্যেই প্রতীকী অনশনে যোগ দিচ্ছেন সব মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। সেই তালিকায় রয়েছে আরজি কর, এন‌আর‌এস, সাগর দত্ত মেডিক্যাল কলেজের ডাক্তারেরাও।