এএফসিতে ব্যাকফুটে ভারতের এই ক্লাব

এএফসির (AFC) একের পর এক টুর্নামেন্টে হতাশাজনক ফলাফল ভারতের ক্লাবগুলির। প্রথমে এএফসি চ্যাম্পিয়ন লিগ টুতে যোগ্যতা অর্জনের ম্যাচ হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল গতবারের কলিঙ্গ সুপার…

AFC Womens Champions League এএফসিতে ব্যাকফুটে ভারতের এই ক্লাব

এএফসির (AFC) একের পর এক টুর্নামেন্টে হতাশাজনক ফলাফল ভারতের ক্লাবগুলির। প্রথমে এএফসি চ্যাম্পিয়ন লিগ টুতে যোগ্যতা অর্জনের ম্যাচ হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল গতবারের কলিঙ্গ সুপার কাপ জয়ী তথা বাংলার ফুটবলের এক প্রধান ক্লাব ইস্টবেঙ্গল। ফলত লাল-হলুদ শিবিরকে খেলতে হবে এএফসি চ্যালেঞ্জ লিগ।

আরও পড়ুন : কলকাতার পুজো মণ্ডপে চমক! ট্রফির স্বাদ দর্শনার্থীদের

   

অন্যদিকে বাংলা ফুটবলের আরেক প্রধান তথা আইএসএলের গত মরশুমের লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট, এএফসি চ্যাম্পিয়ন লিগ টু-এর প্রথম ম্যাচ ড্র করে। তবে ইরানের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে ২ অক্টোবর ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে খেলতে নামে নি সবুজ-মেরুন শিবিরের ফুটবলাররা। এরপর এএফসি-এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, মোহনবাগান এএফসির অনুচ্ছেদের ৫.২ লঙ্ঘন করেছে তাই ধরে নেওয়া হচ্ছে তারা এসিল টু থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে এবং তাঁদের খেলা সব ম্যাচ বাতিল করা হচ্ছে। এর ফলে এএফসির টুর্নামেন্টে থেকে ছিটকে গাছে ভারতের আরেক ক্লাব। এর মধ্যে ভারতের পক্ষ থেকে এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করেছিল ওডিশা এফসির (Odisha FC) মহিলা ফুটবল দল।

আরও পড়ুন : বোধনের দিনই কুককে টপকে শেকড় থেকে শিখরে পৌঁছালেন রুট

এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগেও ঘটল বিপত্তি টানা দুই ম্যাচে হার ওডিশা এফসির। বুধবার রাতে ভিয়েতনামের হো চি মিন সিটি মহিলা এফসি (Ho Chi Minh City FC) বিপক্ষে খেলতে নেমে ৩-১ গোলে হারল কলিঙ্গ ওয়ারিয়র্সরা। স্বভাবতই এই ম্যাচ জিতে পরবর্তীতে রাউন্ডে নিজেদের স্থান নিশ্চিত করেছে ভিয়েতনামের এই দল।

ম্যাচের প্রথমার্ধে থেকেই খেলায় দাপট দেখতে থাকে হো চি মিন সিটির ফুটবলাররা। তবে ১২ মিনিটে নেহা সিলে-এর দূরপাল্লার শটে গোলের সুযোগ তৈরি হয়েছিল ওডিশার জন্য। তবে প্রতিহত করে বিপদ মুক্ত করেন হো চি মিন সিটি মহিলা এফসির গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে ওডিশা এফসি তাঁদের খেলায় ঝাঁঝ বাড়াতে থাকে। ৬৩ মিনিটে মালতি মুন্ডা গোল করলেও ম্যাচ শেষে ফলাফল তাঁদের পক্ষে ছিল না।

আরও পড়ুন : IFA শুধু ইস্টবেঙ্গলের অভিভাবক? খোঁচা কুণাল ঘোষের

১২ অক্টোবর এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের গ্রূপ পর্যায়ের ম্যাচ খেলতে তাইচুং ব্লু হোয়েল মহিলা ফুটবল দলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ লড়াইয়ের নামবে ওডিশা এফসি। এই ম্যাচ জিতলেও টুর্নামেন্টে পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা কার্যত শেষ ভারতের হয়ে খেলা একমাত্র মহিলা ফুটবল দলের।