senior doctors resign: আরজি করের পথেই গণইস্তফার হুমকি কলকাতা মেডিক্যালের ডাক্তারদেরও

দশ দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। সেই জুনিয়র ডাক্তারদের প্রতি সমর্থন ও সহমর্মিতার কারণে মঙ্গলবার গণইস্তফা দিয়েছেন আরজি করের ৫০ জন সিনিয়র ডাক্তার।…

west bengal govt tought messege to senior doctors resignation amid junior doctors hunger strike

দশ দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। সেই জুনিয়র ডাক্তারদের প্রতি সমর্থন ও সহমর্মিতার কারণে মঙ্গলবার গণইস্তফা দিয়েছেন আরজি করের ৫০ জন সিনিয়র ডাক্তার। এবার আরজি করের দেখানো পথেই হাঁটছেন কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র ডাক্তারেরা। আগামী ২৪ ঘন্টার মধ্যে সেই সমস্ত দাবি না মিটলে ইস্তফা দেবেন বলে হুঁশিয়ারি দিলেন তাঁরা। সিনিয়রদের দাবি, রাজ্য প্রশাসন যেন অনশনরত জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য নিয়ে সচেতন হয়। কারণ তাঁরা কর্মবিরতি তুলে নিয়ে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। কিন্তু তাঁদের দাবিদাওয়া নিয়ে এখনও কোনও হেলদোল নেই রাজ্য প্রশাসনের।

গত সপ্তাহেই দশ দফা দাবি নিয়ে ধর্মতলার ওয়াই চ্যানেলে অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। রবিবার সেই অনশনে যোগ দেন আন্দোলনের অন্যতম অনিকেত মাহাতো। গত শনিবারই জুনিয়র ডাক্তারদের ধর্ণামঞ্চে যোগ দেন সিনিয়র ডাক্তাররাও। তারপরেই আরও তীব্রতর হয় আন্দোলন। তবে পুজোর মুখে যখন ভিড় বাড়ছে, তখন ডাক্তারদের এই আন্দোলন আইনশৃঙ্খলা নিয়ে সমস্যা বাড়াতে পারে বলেই মনে করছে কলকাতা পুলিশ (Kolkata police)।

   

মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতীকী অনশনে যোগ দিচ্ছেন সব মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। সেই তালিকায় রয়েছে আরজি কর, এন‌আর‌এস, সাগর দত্ত মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকদের (Doctors Protest) একাংশ৷