ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরশুমে সুযোগ পেয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। মরশুম শুরুতেই প্রথম তিন ম্যাচে সাদা-কালো ব্রিগেডের অনবদ্য পারফরম্যন্স নজর কেড়েছিল বাংলার ফুটবলপ্রেমীদের। বিশেষত অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ন এফসিকে পরাজিত করে। তবে শেষ ম্যাচে পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টদের বিপক্ষে ৩-০ গোলে হার হতাশ করেছে আন্দ্রে চেরনিশভের দলকে। এবার মহামেডানে স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের করল বাংলার আরেক প্রধান ক্লাব ইস্টবেঙ্গল (East Bengal FC)।
Read More : জল্পনার অবসান ! ফুটবল থেকে অবসর নিলেন ‘দ্যা ডন’
অন্যদিকে আইএসএলের এই মরশুমের শুরু থেকে টানা চার ম্যাচে হার চিন্তায় ফেলেছে লাল-হলুদ শিবিরকে। গড় শনিবার জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ শেষে দায়িত্বে থাকা অন্তর্বর্তীকালীন কোচ বিনো জর্জ জানান দলটার মধ্যে প্লে-অফে যাওয়ার ক্ষমতা রয়েছে। এই শুনে তাঁদের প্রিয় দল ইস্টবেঙ্গল (East Bengal) ‘ঘুরে দাঁড়াবে’ বলে আশা রাখছেন মশাল বাহিনী। এই সবের মধ্যে কলকাতা ফুটবল লিগে মশাল জ্বালিয়ে রেখেছেন রেখেছেন লাল-হলুদ শিবিরের জুনিয়র দলের সদস্যরা। এক ম্যাচ পরই চূড়ান্ত হয়ে যাবে ২০২৪ কলকাতা ফুটবল লিগের শিরোপা কার।
Read More : অলিম্পিক মেডেলে জং! আক্ষেপ ভারতীয় পদক জয়ীর
এই মুহূর্তে কলকাতা ফুটবল লিগের চ্যাম্পিয়নশিপ গ্রূপের ছয় দলের মধ্যে কিছু দলের এখনও একটি কিংবা দুটি করে ম্যাচ বাকি।যদিও গ্রূপ শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। ছয় নম্বরে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। এবার এই সাদা-কালো ব্রিগেডের বিরুদ্ধে আইএফএতে গুরুতর অভিযোগ দায়ের করল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)।
BREAKING: East Bengal FC files a serious complaint with IFA against Mohammedan SC. As per new IFA rules, each team must have 4 ‘bhumiputra’ on the field for 90 minutes. But MSC did not obey the rule in the match against the Red & Golds.#JoyEastBengal – @aajkaalofficial pic.twitter.com/mnwdQL6FNN
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@TORCH__BEARERS) October 8, 2024
আইএফএ-র নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে ৯০ মিনিটের জন্য মাঠে ৪ জন করে ‘ভূমিপুত্র’ খেলাতে হবে। তবে ইস্টবেঙ্গলের বিপক্ষে ম্যাচে সেই নিয়ম মানেনি মহামেডান এসসি। সেই বিষয়ে আইএফএতে (IFA) অভিযোগ দায়ের করা হয়েছে লাল-হলুদ শিবিরের পক্ষ থেকে।