সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন জোম্যাটোর (Zomato) সিইও দীপেন্দর গোয়েল। অর্ডার নিয়ে গিয়েছিলেন একটি শপিং মলে। কিন্তু শপিং মলে ঢুকতে দেওয়া হল না দীপেন্দরকে এবার দীপেন্দরের আরেক ছবি সামনে আসতেই শোরগোল নেট দুনিয়ায়।
ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে খাবার নেওয়ার জন্য গুরগাঁওয়ের একটি মলের বাইরে সিঁড়িতে বসে অপেক্ষা করছেন তিনি। পাশে আরও কয়েকজন ডেলিভারির বয় আছেন। তাঁদের সঙ্গে বসে মোবাইলে অর্ডার মেলাচ্ছেন সিইও। প্রথমে খাবার নিতে মলে গেলে প্রথমেই তাঁকে বাধা দেওয়া হয়।
এক নিরাপত্তারক্ষী দীপেন্দর দেখে চিনতে না পেরে তাঁকে অন্য গেট দিয়ে আসতে বলেন। এরপর অনান্য ডেলিভারি বয়দের মতো তিনিও কষ্ট করে খাবার অর্ডার নেন। ডেলিভারি বয়দের খাবার পৌঁছে দিতে কতটা কষ্ট করতে হয় তা হাড়ে হাড়ে বুঝেতে পেরেছেন সিইও। আবার অনেকে লিখেছেন, ওসব একদিনের জন্য। এসব করে কোম্পানির প্রোমোশনই করেছেন দীপেন্দর। যাই হোক, জ্যোমাটো মালিকের এই ভিডিওটিই ‘এখন টপ ট্রেন্ডিং’