অবিশ্বাস্য অফার! দেবীপক্ষে মাত্র 4,986 টাকায় কিনুন 5G ফোন

ভারতে জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছে উৎসবের আয়োজন। আজ মহাচতুর্থী। আমজনতার কেনাকাটা প্রায় শেষ লগ্নে বলা যায়। যদিও উৎসবের গোটা মরসুম জুড়েই চলে কেনাকাটার পর্ব। কেবল জামা…

poco-m6-5g

ভারতে জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছে উৎসবের আয়োজন। আজ মহাচতুর্থী। আমজনতার কেনাকাটা প্রায় শেষ লগ্নে বলা যায়। যদিও উৎসবের গোটা মরসুম জুড়েই চলে কেনাকাটার পর্ব। কেবল জামা কাপড় নয়, আনুসাঙ্গিক অনেক জিনিসই কিনে থাকেন ক্রেতারা। তেমনই পুজোর আগে 5G ফোন কেনার কথা ভাবছেন? বাজেট কম বলে কিনতে পারছেন না? চিন্তা নেই POCO-র একটি ফোন রয়েছে যা এখন অফারে 4986 টাকায় কেনা যাচ্ছে। শুনে অবিশ্বাস্য মনে হলেও একথা কিন্তু একেবারেই সত্যি। চলুন অফারের প্রসঙ্গে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisements

POCO M6 5G

   

এখন একটি ভালো স্মার্টফোনের দাম 15,000 টাকা বা তারও বেশি। কিন্তু এই দুর্মূল্যের বাজারে POCO M6 5G-এর 7,999 টাকায় কেনা যায়। কিন্তু পুজোর আগের অফারে এটি 4,986 টাকায় কেনা যাচ্ছে। 

ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল মোবাইল ফোনে দুর্দান্ত অফার চলছে। এই সেলে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 10 শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আসুন আমরা আপনাকে বলি যে কীভাবে আপনি POCO M6 স্মার্টফোনটি 5000 টাকারও কম দামে কিনতে পারবেন।

M6 স্মার্টফোনটি তিনটি ভ্যারিয়েন্ট ও রঙে বেছে নেওয়া যায়। এই ফোনে 6.79 ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে। ফটোগ্রাফির জন্য রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। এতে একটি 50 এমপি প্রাইমারি ক্যামেরা এবং একটি 2 এমপি ডেপথ ক্যামেরা বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

Ather-এর এই দুই ই-স্কুটারে 25,000 ডিসকাউন্ট, কিনতে লম্বা লাইন ক্রেতাদের

Advertisements

পাওয়ার ব্যাকআপের জন্য POCO M6 ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে। যা 18W ফাস্ট চার্জিং সমর্থন করে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং মাইক্রোএসডি কার্ড স্লট। 

4986 টাকায় কীভাবে পাবেন এই মোবাইল

M6 (5G) স্মার্টফোনের দাম 11,999 টাকা কিন্তু ফ্লিপকার্টে এটি 33% ছাড়ে 7,999 টাকায় বিক্রি হচ্ছে। এক্সচেঞ্জ ও ব্যাঙ্ক অফারের সঙ্গে এই ফোনটি পাওয়া যাবে 4,986 টাকায়। আপনি যদি আপনার পুরনো মোবাইল ফোন এক্সচেঞ্জ করেন তবে আপনি 2250 টাকা পর্যন্ত দাম পেতে পারেন।

এছাড়াও আপনার যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ক্রেডিট কার্ড থাকে, তবে আপনি 763 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন। এক্ষেত্রে এক্সচেঞ্জ এবং কার্ড অফার ধরে 7,999 টাকার POCO M6 মাত্র 4,986 টাকায় পেয়ে যাবেন। তবে এক্সচেঞ্জের ক্ষেত্রে আপনার ফোনের অবস্থার উপরে এর দাম উঠবে। পুরনো ফোন এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ 2,250 টাকা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।