আজ দেরিতে ছাড়বে এই ট্রেন, ঝক্কি এড়াতে জানুন নতুন সময়

ট্রেন সময়মতো না ছাড়লে গন্তব্যে পৌঁছাতে তো দেরি হয়ই, পাশাপাশি হয়রানির শেষ থাকে না। যাত্রীদের বিড়ম্বনা দূর করতে তাই ট্রেন ছাড়তে বিলম্ব বা বাতিলের কথা…

Railway Recruitment Board

ট্রেন সময়মতো না ছাড়লে গন্তব্যে পৌঁছাতে তো দেরি হয়ই, পাশাপাশি হয়রানির শেষ থাকে না। যাত্রীদের বিড়ম্বনা দূর করতে তাই ট্রেন ছাড়তে বিলম্ব বা বাতিলের কথা দায়িত্ব নিয়ে আগেভাগেই জানিয়ে দেয় ভারতীয় রেল (Indian Railway)। এবারেও তার অন্যথা হল না। আজ কোন ট্রেনের সময় পরিবর্তন করা হল, চলুন জেনে নেওয়া যাক।

দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২৮৪১ শালিমার-এমজিআর চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেস আজ সোমবার দুপুর ৩টে ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সময় পেছনো হয়েছে। এই ট্রেন আজ বিকেল ৫টা ২০ মিনিটে শালিমার থেকে ছেড়ে যাবে। দুঃখপ্রকাশ করে এর কারণ হিসাবে বলা হয়েছে যে, লিঙ্ক ট্রেন ঢুকতে দেরি করায় এই বিলম্ব। 

   

এখানেই শেষ নয়। আরও কিছু ট্রেনের সময় বদলানো হয়েছে। রেল জানিয়েছে, ১২৮১০ হাওড়া-সিএসএমটি মুম্বাই মেইল গতকাল হাওড়া থেকে রাত ৯টায় ছেড়ে গিয়েছে। যদিও সেটি ৭টা ৩৫ মিনিটে রওনা হওয়ার কথা ছিল। 

পুজো উপলক্ষ্যে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। এবারে ভারতীয় রেল (Indian Railway) আরও একজোড়া বিশেষ ট্রেনের ঘোষণা করল। ০৯৬১৯ মদার (রাজস্থান)-রাঁচি পুজো স্পেশাল ৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চালানো হবে। উল্টোদিকে ০৯৬২০ রাঁচি-মদার (রাজস্থান)-পুজো স্পেশাল আজ অর্থাৎ ৭ অক্টোবর থেকে শুরু করে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে।