গত ফুটবল সিজেনে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি আইজল এফসির। প্রথমদিকে তাঁদের লড়াকু পারফরম্যান্স থাকলেও ম্যাচ যত এগিয়েছে ততই পিছিয়ে পড়তে হয়েছে মিজোরামের এই ফুটবল দলকে। নির্ধারিত ২২টি ম্যাচের শেষে মোট ২৬ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের ১০ নম্বরে থেকেই শেষ হয়েছিল তাঁদের অভিযান। কিন্তু নতুন মরশুম থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া আইলিগ জয়ী এই ফুটবল ক্লাব। সেজন্য বাকি দলগুলির মতো খেলোয়াড় বাছাইয়ের কাজ অনেক আগে থেকেই শুরু করে এই ফুটবল দল।
Read More ময়দানের পড়শী ক্লাবে যোগ দিলেন ইস্টবেঙ্গলের এই প্রাক্তন ফুটবলার
তবে এবার দল বদলের বাজারে বড় চমক দিল আইজল। গত ফুটবল মরশুমে হিরো আইএসএল খেলা এক তারকা ফুটবলারকে নিজেদের দলের সঙ্গে যুক্ত করেছে ম্যানেজমেন্ট। এবার তাঁদের সামনে রেখেই সাফল্য পেতে মরিয়া আইজল এফসি। কিন্তু তাঁর মাঝেই উঠে আসলো এক নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর আইএসএলের ক্লাব ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ছেড়ে পাহাড়ের এই ফুটবল ক্লাবে যোগ দিতে চলেছেন এক তরুণ মিডফিল্ডার।
UPDATE: East Bengal midfielder Alfred Lalrinpuia (17yo) has joined Aizawl FC on a 1-year contract.
Good luck, Alfred ❤️💛#JoyEastBengal #EastBengalFC pic.twitter.com/QBdZFMl3bJ
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@TORCH__BEARERS) October 6, 2024
তিনি আলফ্রেড লালরিনপুইয়া। পূর্বে ইয়ুথ লিগে লাল-হলুদের জার্সিতে একাধিক ম্যাচ খেলেছিলেন এই তরুণ প্রতিভা। শোনা যাচ্ছে আগামী একটি মরসুমের জন্য ইস্টবেঙ্গল ছেড়ে এবার আইজলে আসছেন লালরিনপুইয়া। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো পরিষ্কার হয়ে যাবে তাঁর যোগদানের বিষয়টি। এই ফুটবলারের উপস্থিতিতে আগের থেকে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে দলের রিজার্ভ বেঞ্চ। কিছুদিন আগেই মিজোরাম প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে আইজল।
Read More মহামেডান সমর্থকদের উদ্দেশে বিশেষ টিফো বাগান সমর্থকদের
সেই ধারা বজায় রেখে আইলিগে সাফল্য পাওয়াই এখন অন্যতম লক্ষ্য এই ফুটবল ক্লাবের। এক্ষেত্রে ইন্টার কাশীর পাশাপাশি রাজস্থান ইউনাইটেডের মতো লড়াই করা যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে উঠতে চলেছে তাঁদের কাছে।