মহামেডান সমর্থকদের উদ্দেশে বিশেষ টিফো বাগান সমর্থকদের

শনিবার বৃষ্টি বিঘ্নিত কলকাতায় ডার্বির উত্তাপে চড়চড়িয়ে চড়ছিল পারদ। ম্যাচ শেষে ৩-০ গোলে জয় পেল মোলিনার দল। কার্যত এদিন সবুজ-মেরুন ঝড়ে একতরফাভাবে উড়ে গেল মহামেডান…

Mohun Bagan SG Supportres মহামেডান সমর্থকদের উদ্দেশে বিশেষ টিফো বাগান সমর্থকদের

শনিবার বৃষ্টি বিঘ্নিত কলকাতায় ডার্বির উত্তাপে চড়চড়িয়ে চড়ছিল পারদ। ম্যাচ শেষে ৩-০ গোলে জয় পেল মোলিনার দল। কার্যত এদিন সবুজ-মেরুন ঝড়ে একতরফাভাবে উড়ে গেল মহামেডান (Mohammedan SC)। মোহনবাগান সুপার জায়ান্টসদের (Mohun Bagan SG) রুদ্ধশ্বাস ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বাগান সমর্থকেরা। সপ্তাহ শেষে যে ম্যাচ দেখা গেল যুবভারতীতে। রেফারি বাঁশি বাজিয়ে খেলা শেষ হওয়ার নির্দেশ দিতেই বাগান সমর্থকরা বিশেষ টিফোর মাধ্যমে বার্তা দিলেন মহামেডান (Mohammedan SC) সমর্থকদের।

Read More মহামেডানের বিরুদ্ধে ম্যাচ জেতার রহস্য ফাঁস বাগান অধিনায়কের

   

গত ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে ৩-০ গোলে হারার পর, যেমন মরশুমের প্রথম দাপুটে জয় পেল বাগান শিবির। তেমনি মরসুমের প্রথম কলকাতা ডার্বি রং হল সবুজ মেরুন। ডার্বি ঘিরে শেষ কয়েকদিন উত্তেজনার থার্মোমিটারে পারদ চড়ছিল। দুই ঐতিহ্যশালী ক্লাবের ম্যাচ ঘিরে উত্তেজনা থাকবে, এটাই প্রত্যাশিত। তবে ম্যাচ শেষে বাগান সমর্থকদের বিশেষ টিফো নজর কাড়ল সকলের। যেখানে সাদা-কালো ব্রিগেডের সমর্থকদের উদ্দেশে লেখা “Don’t Teach DADDY, How To Make BABIES”।

WhatsApp Image 2024 10 06 at 11.54.26 48f5500b মহামেডান সমর্থকদের উদ্দেশে বিশেষ টিফো বাগান সমর্থকদের

মরশুম শুরুতেই আইএসএলের প্রথম তিনটি ম্যাচে সেই ভাবে নিজেদের মেলে ধরতে পারেননি মোলিনার ছেলেরা। তবে মহামেডানের বিপক্ষে নামার আগে মোহনবাগানের (Mohun Bagan SG) প্রথম একাদশে চমক দেখা যায়। শেষ কয়েক ম্যাচে যাঁদের উপরে ভরসা রেখেছিলেন, এদিন তাঁদের প্রথম একাদশে রাখেননি বাগান কোচ মোলিনা। স্বভাবতই দিমিত্রি পেত্রাতোস এবং জেসন কামিংসকে বাদ রেখেই দল সাজিয়েছিল স্প্যানিশ কোচ। প্রথম এগারোয় জায়গা দিয়েছিলেন জেমিকে। সঙ্গে স্টুয়ার্টকেও। প্রথম একাদশে সুযোগ পেয়ে খেলা দেখালেন তাঁরা। দেখিয়ে দিলেন ঠিক কোন কাজের জন্য তাঁকে আনা হয়েছে তাঁদের।

Read More হারলেও পাকিস্তান ম্যাচ জিতে সেমিতে প্রবেশের অঙ্ক কষছেন হরমনপ্রীতরা

অন্যদিকে মহমেডানের (Mohammedan SC) কাছে এই হার হতাশ করল দলের খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকদের। শেষ তিন ম্যাচে অনবদ্য পারফরম্যন্স, বিশেষত অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ন এফসিকে পরাজিত করে অতিরিক্ত আত্মবিশাসী ছিলেন শেষ মরশুমে আইলীগ জিতে আইএসএলে সুযোগ পাওয়া সাদা-কালো ব্রিগেড। কোচ আন্দ্রে চেরনিশভ মোহনবাগানকে (Mohun Bagan SG) হারানোর হুঙ্কার দিয়ে ফেলেছিলেন।

তবে এদিন ম্যাচ শেষে রুশ কোচ এ টুকু বুঝে গেলেন, আইএসএলে ঠিক কতটা কঠিন ম্যাচ খেলতে হয়। ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও বাগান শিবিরের গোলের সামনে জ্বলে উঠতে ব্যর্থ হল অ্যালেক্সিস এবং ফ্রাঙ্কা। শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখাল মোহনবাগান (Mohun Bagan SG)। তবে সুযোগ ঠিকঠাক কাজে লাগাতে পারলে ম্যাচের রায় যেত ব্ল্যাক প্যান্থার্সদের পক্ষে। ফলত আইএসএলে প্রথম ডার্বির ফলাফল নিজেদের পক্ষে না হলেও, জায়ান্টসদের বিরুদ্ধে ৯০ মিনিট লড়াই দিলেন সাদা-কালো ব্রিগেড।