Covid 19: করোনায় অবনতি বলিউড ‘কমন ম্যান’ অমল পালেকরের

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান অভিনেতা এবং পরিচালক অমল পালেকর। জানা গিয়েছে, কিছুদিন আগেই অভিনেতার করোনা (Covid 19) রিপোর্ট পজেটিভ আসে। সেই সময়…

Covid 19: করোনায় অবনতি বলিউড 'কমন ম্যান' অমল পালেকরের

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান অভিনেতা এবং পরিচালক অমল পালেকর। জানা গিয়েছে, কিছুদিন আগেই অভিনেতার করোনা (Covid 19) রিপোর্ট পজেটিভ আসে। সেই সময় তাঁকে ভর্তি করা হয় পুনের দীনানাথ মঙ্গেশকর হাসপাতালে। তারপর যদিও তিনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু, কয়েকদিনের মধ্যে ফের শরীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয় অভিনেতা অমল পালেকরকে।

Advertisements

বর্তমানে দীননাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি রয়েছেন সাতাত্তর বছর বয়সী অভিনেতা পরিচালক।

   

সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
তাঁর স্ত্রী সন্ধ্যা গোখলে জানিয়েছেন, বুধবার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। আপাতত ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর।

অভিনেতার স্ত্রী সন্ধ্যা আরও বলেন, মাত্রাতিরিক্ত ধূমপানের কারণে ১০ বছর আগেও একবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন তিনি ভালো আছেন।

Advertisements

বলিউডের ‘কমন ম্যান’ হিসেবেই পরিচিত তিনি দর্শকদের কাছে। সাত থেকে আটের দশকে সত্তর তথা আশির দশকে ‘রজনীগন্ধা’, ‘ছোট সি বাত’, ‘গোলমাল’, ‘শ্রীমান শ্রীমতি’, ‘রঙ বেরঙ্গি’, ‘ভূমিকা’, ‘আনকাহি’, ‘নরম গরম’,-র মতো একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। শুধু অভিনেতা হিসেবে নয়, পরিচালক হিসেবেও নাম করেছেন অমল পালেকর।

২০০১ সালে তাঁর পরিচালিত মারাঠি ভাষায় তৈরি তাঁর ছবি ‘ধ্য়াস পর্ব’ জিতে নিয়েছিল জাতীয় পুরস্কার ৷ তাঁর পরিচালিত ‘কোয়েস্ট’ ছবিও জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছে৷১৯৮৬ সাল থেকে তিনি অভিনয় ছেড়ে পরিচালনায় মন দেন। প্রায় ২৫টি-র কাছাকাছি ছবির পরিচালনা করেছেন তিনি।