বাজেট কম! কলকাতার রাস্তায় কাপড় বদলে ‘মাসিহা’ হয়েছিলেন বিদ্যা

একের পর এক ব্যর্থতার পরে পরিচালক সুজয় ঘোষের জীবনের মোড় ঘুরিয়েছিল ‘কাহানি’ । এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করেছিল বিদ্যা বালন (Vidya Balan)। ছবির বেশিরভাগ শুটিং…

vidya-balan

একের পর এক ব্যর্থতার পরে পরিচালক সুজয় ঘোষের জীবনের মোড় ঘুরিয়েছিল ‘কাহানি’ । এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করেছিল বিদ্যা বালন (Vidya Balan)। ছবির বেশিরভাগ শুটিং হয়েছিল কলকাতায়। এই ছবির বাজেট এতটাই কম ছিল যে কলকাতার রাস্তায় কাপড় বদলাতেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালন (Vidya Balan)। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘কাহানি’ ছবির শুটিংয়ের সময় অজানা তথ্য ফাঁস করলেন পরিচালক সুজয় ঘোষ (Sujoy Ghosh)।

সুজয় ঘোষ বলেন, ‘আলাদিনের ব্যর্থতার পর, বিদ্যা সহজেই কাহানিকে না বলতে পারত। কিন্তু, আমি সেই প্রজন্মের অভিনেতাদের দেখেছি…স্যার ( অমিতাভ বচ্চন ) এমনকী খান সাহেব (শাহরুখ খান) পর্যন্ত…ভীষণ নিজের কথার পাক্কা। তারা যদি কিছু করার প্রতিশ্রুতি দেয় তবে তারা তা করেই। বিদ্যাও সেই ক্যাটাগরিতে পড়ে। সে কাহানির সঙ্গে আটকে ছিল।’

   

সুজয় আরও জানালেন, ‘শুনলে অবাক হবেন, ভ্যানিটি ভাড়া নেওয়ার মতো সামর্থও আমাদের ছিল না। না ছিল শ্যুটিং থামিয়ে পোশাক বদলাতে যাওয়ার মতো বিলাসিতা। এত টাইট বাজেটে আমরা কাজ করছিলাম। তাই যতবারই বিদ্যা বালনকে পোশাক বদলাতে হত, আমরা কালো কাপড় দিয়ে ওর ইনোভা ঢেকে দিতাম। আর ও তাঁর ভিতরে পোশাক বদলাত।’

প্রসঙ্গত, ২০১২ সালে মুক্তি পেয়েছিল সুজয় ঘোষ পরিচালিত ‘কাহানি’ ছবি। ছবিতে বিদ্যা বালানের (Vidya Balan) পাশাপাশি গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিল পরমব্রত চ্যাটার্জী,নওয়াজউদ্দিন সিদ্দিকী, ইন্দ্রনীল সেনগুপ্ত,স্বাস্বত চ্যাটার্জী। ৮০ কোটি দিয়ে তরি হওয়া সেই সিনেমা ১০০ কোটির উপর ব্যবসা করে। সেই সময়ে কোন ছবি ১০০ কোটি পেরনো মানে বিশল ব্যাপার ছিল।

উল্লেখ্য, পরিচালক সুজয় ঘোষ ব্যস্থ রয়েছে তার আসন্ন ছবি ‘কিং’ নিয়ে। এই ছবিতে প্রথমবার শাহরুখ এবং তার মেয়ে সুহান একসঙ্গে অভিনয় করবেন। ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যেতে পারে অভিষেক বচ্চনেক। অন্যদিকে বিদ্যা বালান ফিরছেন ভুলভুলায়া ৩ ছবিতে।