বুধবার ভারতের বাজারে একজোড়া গাড়ি লঞ্চ করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়ার সংস্থা কিয়া (Kia)। বিলাসবহুল ইলেকট্রিক ভেহিকেল EV9-এর সঙ্গেই আরও এক নয়া মডেল আনা হয়েছে। এটি হচ্ছে – Kia Carnival। এটিও একটি লাক্সারি গাড়ি। এর দাম রাখা হয়েছে ৬৩.৯০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। দুই ভ্যারিয়েন্টে হাজির করা হয়েছে লাক্সারি এমপিভি মডেলটি। ভারতে এটি বিদেশ থেকে আমদানি করে বিক্রি করা হবে। তাই কেনার খরচ বেশি। চলুন এর সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
Kia Carnival খুঁটিনাটি
কিয়া কার্নিভাল দুই ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে – Limousine ও Limousine Plus। আগামী কয়েক মাসের মধ্যেই গাড়িটির ডেলিভারি শুরু হবে বলে জানিয়েছে সংস্থা। একগুচ্ছ ফিচার সহ হাজির হয়েছে গাড়িটি। এতে দেওয়া হয়েছে ডুয়েল সিঙ্গেল-পেন ইলেকট্রিক সানরুফ, ইনফোটেইনমেন্ট ও ইনস্ট্রুমেন্ট প্যানেলের জন্য ১২.৩ ইঞ্চি ডিসপ্লে, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, পাওয়ার্ড রিয়ার ডোর, ব্লাইন্ড স্পট মনিটর সহ ৩৬০ ডিগ্রি সারাউন্ড ক্যামেরা, থ্রি-জোন ক্লাইমেট কন্ট্রোল, ১২ স্পিকারের প্রিমিয়াম মিউজিক সিস্টেম এবং লেভেল ২ অ্যাডাস স্যুট।
ডিজাইনে বৈশষ্ট্য হিসাবে দেওয়া হয়েছে নতুন বৃহৎ ফ্রন্ট গ্রিল এবং বক্সি স্টাইল। এছাড়া রয়েছে ফ্লেয়ার্ড স্টাইল আর্চ এবং L-আরৃতির ডিআরএল। সবমিলিয়ে গাড়িটির থেকে চোখ ফেরানো মুশকিল। অন্যান্য ফিচারের তালিকায় উপস্থিত উল্লম্বভাবে প্রতিস্থাপিত এলইডি হেডল্যাম্প, কনট্রাস্ট রঙের স্কিড প্লেট, টেলগেটে এলইডি লাইট বার, নতুন অ্যালয় হুইল এবং একটি শার্ক ফিন অ্যান্টেনা।
দূষণের ধারে কাছেও নেই! প্রথম ইলেকট্রিক কমার্শিয়াল ভেহিকেল লঞ্চ করল Mahindra
এবারে আসা যাক ইঞ্জিনের প্রসঙ্গে। Kia Carnival-এ দেওয়া হয়েছে একটি ২.২ লিটার টার্বোচার্জড ডিজেল ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ১৯০ বিএইচপি শক্তি এবং ৪৪১ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সঙ্গে সংযুক্ত রয়েছে ৮-স্পিড অটোমেটিক গিয়ারবক্স। কোম্পানি জানিয়েছে, ইতিমধ্যেই এই গাড়ি ২,৭৯৬-এর বেশি বুকিং পেয়েছে।