আইএসএলের (ISL 2024) নতুন মরশুমে টানা তিন ম্যাচ হেরে ইতিমধ্যে হারের হ্যাটট্রিক করেছে ইস্টবেঙ্গল (East Bengal)। যেন শনির দৃষ্টি পড়েছে লাল-হলুদ শিবিরের উপর। প্রতিপক্ষ যেই হোক না কেন জয়ের দরজা খুলছে না ক্লেন্টনদের ভাগ্যে। কারণ বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স এবং এফসি গোয়ার বিরুদ্ধে মরশুমের প্রথম ঘরের মাঠে হার চিন্তায় ফেলেছিল দলকে। এরমধ্যেই কোচের পদ থেকেও ইস্তফা দিয়েছেন কার্লেস কুয়াদ্রাত। এসবের মধ্যেও আরও এক খারাপ লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবের জন্য।
মঙ্গলবার ছিল আইএসএলের দক্ষিণ ডার্বি। গাছিবাউলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল হায়দরাবাদ এফসি এবং চেন্নাইয়ন এফসি। ম্যাচ শেষে ফলাফল দাঁড়ায় গোলশূন্য। ফলে উভয় দলের ঝুলিতেই যায় এক পয়েন্ট করে। তাতেই মাথায় হাত পড়ল এবার ইস্টবেঙ্গলের। তিন ম্যাচ খেলে এক ম্যাচেও না জেতায় কিংবা ড্র না করায় ভাগ্যে জোটেনি এক পয়েন্টও। তাই চেন্নাইয়ন এফসির বিরুদ্ধে হায়দরাবাদ এফসি ড্র করতেই এক পয়েন্ট পায় থাংবোই সিংটোর দল। তবে ইস্টবেঙ্গলের পয়েন্ট শূণ্য থাকায় লিগ টেবিলের সর্বশেষ স্থানে অবস্থান করছে মাদি তালালারা।
অন্যদিকে কার্লেস কুয়াদ্রাতের পদত্যাগের পর অন্তর্বর্তী কালীন কোচের দায়িত্ব পেয়েছেন বিনো জর্জ। ৫ অক্টোবর জামসেদপুরের বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল। যদিও সেদিন দিমিত্রিওস দিয়ামন্ত্রকস পুরোপুরি চোট সরিয়ে মাঠে ফিরবেন কিনা সেই নিয়ে থাকছে প্রশ্ন। এই মুহূর্তে শারীরিক অসুস্থার জন্য দলে নেই ক্রেসপো। তাই কাদের রেখে প্রথম একাদশে দল সাজাবে বিনো জর্জ, সেই নিয়েই থাকছে প্রশ্ন।যদিও জানা যাচ্ছে সম্ভাব্য একাদশে থাকতে পারেন শেষ ম্যাচে খেলা সকলেই।