দেবীপক্ষের আগেই ভিজতে পারে এই কয়েকটি জেলা,দাবি হাওয়া অফিসের

সামনেই দুর্গাপুজো৷ আকাশে বাতাসে মায়েরা আগমনী বার্তা৷ তবে সকলের মনে একটাই প্রশ্ন কেমন থাকবে পুজোর চারদিনের আবহাওয়া (Weather Update)৷ কারণ গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের আবহাওয়া…

weather rains

সামনেই দুর্গাপুজো৷ আকাশে বাতাসে মায়েরা আগমনী বার্তা৷ তবে সকলের মনে একটাই প্রশ্ন কেমন থাকবে পুজোর চারদিনের আবহাওয়া (Weather Update)৷ কারণ গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের আবহাওয়া ভালো নয় বললেই চলে৷ দক্ষিণের অধিকাংশ জেলাই ভাসছে জলের তলায়৷ হাওড়া, হুগলি, মেদিনীপুর বন্যার জলে প্লাবিত৷ তবে হাওয়া অফিস (Weather Update) সূত্রে খবর, আগামীকাল মহালয়া৷ দেবীপক্ষের শুরু৷ এদিন একেবারে রোদ ঝলমলে আকাশ৷

ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া অফিস(Weather Update) সূত্রে খবর, কোথাও কোথাও হালকা থেকে বিক্ষিপ্তভাবে কয়েকপশলা বৃষ্টি হতে পারে৷ তবে এখানেই শেষ নয়, উত্তরবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়তে পারে৷

   

আপাতত রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা নেই। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। স্বাভাবিকের উপরেই থাকবে দিন ও রাতের তাপমাত্রা। ‌বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত কয়েকদিন আংশিক মেঘলা আকাশ। চড়া রোদের সঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ এখনও বেশি ৷ তাই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

আজ মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি সামান্য বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের (Weather Update)। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার থেকে। বাকি জেলায় বিক্ষিপ্তভাবে মূলত হালকা বৃষ্টি হবে। আজ আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৭৫%৷