ত্রি-দেশীয় ফুটবল টুর্নামেন্টে স্কোয়াড ঘোষণা মানোলোর, কারা পেলেন সুযোগ?

আগামী ৯ অক্টোবর থেকে ভিয়েতনামে শুরু হতে চলেছে ত্রি-দেশীয় ফুটবল টুর্নামেন্ট (Tri-Nation Tournament)। যেখানে শক্তিশালী লেবাননের পাশাপাশি অংশগ্রহণ করতে চলেছে ভারতীয় ফুটবল দল। গত বছর…

আগামী ৯ অক্টোবর থেকে ভিয়েতনামে শুরু হতে চলেছে ত্রি-দেশীয় ফুটবল টুর্নামেন্ট (Tri-Nation Tournament)। যেখানে শক্তিশালী লেবাননের পাশাপাশি অংশগ্রহণ করতে চলেছে ভারতীয় ফুটবল দল। গত বছর ভারতের মাটিতে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হলেও এবার আয়োজক দেশ হিসেবে রয়েছে শক্তিশালী ভিয়েতনাম। হাতে মাত্র কয়েকটা দিন। তারপরেই ভিয়েতনামের ত্রি-দেশীয় বন্ধুত্বপূর্ণ টুর্নামেন্ট খেলতে যাবে ব্লু-টাইগার্সরা। সেই কথা মাথায় রেখেই সোমবার রাতে সম্ভাব্য ২৬ জন ফুটবলারের একটি তালিকা ঘোষণা করেন মানোলো মার্কুয়েজ।

Advertisements

যেখানে গোলরক্ষক হিসেবে রয়েছেন গুরপ্রীত সিং সিন্ধু থেকে শুরু করে অমরিন্দর সিং এবং বিশাল কাইথ। বলতে গেলে আসন্ন ফুটবল টুর্নামেন্টের জন্য দেশের এই সেরা তিন গোলরক্ষকের উপরেই ভরসা রাখছেন স্প্যানিশ কোচ।‌ পাশাপাশি ডিফেন্ডার হিসেবে থাকছেন যথাক্রমে নিখিল পূজারি, রাহুল ভেকে, চিংলেসানা সিং, আনোয়ার আলি, আকাশ সাংওয়ান, শুভাশিস বোসু, আশিষ রাই , মেহতাব সিং, রোশন সিং নাওরেম।

   

একইভাবে মাঝমাঠের শক্তি বাড়ানোর জন্য থাকছেন সুরেশ সিং ওয়ানজাম, লালরিনলিয়ানা নামতে, জিকসন সিং, নন্দকুমার সেকার, ব্র্যান্ডন ফার্নান্দেজ, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, লালিয়ানজুয়ালা ছাংতে এবং লালেংমাওইয়া। সেইসাথে ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য থাকছেন যথাক্রমে এডমুন্ড লারিন্ডিকা, মনবীর সিং , ফারুক চৌধুরী, বিক্রম প্রতাপ সিং এবং রহিম আলি। এবার এই ফুটবলারদের সামনে রেখেই সাফল্য পেতে চাইছেন এফসি গোয়ার দায়িত্বপ্রাপ্ত কোচ।

Advertisements

উল্লেখ্য গত মাসেই হায়দরাবাদে ইন্টারকন্টিনেন্টাল কাপ খেলেছিল ব্লু-টাইগার্স। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল মরিশাসের পাশাপাশি শক্তিশালী সিরিয়া দলের বিপক্ষে। সেখানে প্রথম থেকেই হতাশাজনক পারফরম্যান্স থেকেছে ভারতের। যারফলে চূড়ান্ত সাফল্য আসেনি। কিন্তু এবার ঘুরে দাঁড়াতে চান মানোলো।