‘Do Patti’: আসছে ‘দো পাত্তি’, ছবি মুক্তির দিন ঘোষণা করলেন কৃতি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যাননের এখন বৃহস্পতি তুঙ্গে। সম্প্রতি জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেত্রী । অন্যদিকে কৃতির মুকুটে জুড়েছে নয়া পালক। এখন তিনি অভিনেত্রীর পাশাপাশি প্রযোজক…

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যাননের এখন বৃহস্পতি তুঙ্গে। সম্প্রতি জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেত্রী । অন্যদিকে কৃতির মুকুটে জুড়েছে নয়া পালক। এখন তিনি অভিনেত্রীর পাশাপাশি প্রযোজক হয়েছেন। আসছে তার প্রযোজনায় প্রথম ছবি ‘দো পাত্তি ‘(Do Patti)।

সোমবার কৃতি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্টের মাধ্যমে ছবি মুক্তির দিন জানালেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে কাজল একটি ক্যাফেতে এসে কফির অডার করে। ওই ক্যাফেতে তার নজরে আসে কৃতি। তাকে দেখে তার দিকে বন্দুক ধরেন কাজল। এর পর একটি টেবিলে বসে কৃতিকে বিভিন্ন প্রশ্ন করে কাজল।

   

কিন্তু কাজলের প্রশ্ন এড়িয়ে যান কৃতি। এর পরেই কৃতিকে চেপে ধরতে কৃতি বলেন ২৫ তারিখ সব জানতে পারবেন। তারপরে কাজল কৃতিকে প্রশ্ন করেন ২৫ তারিখ কি জানতে পারব?তখনই হাজির হয় দ্বিতীয় কৃতি। সে এসে জানায় আগামী ২৫শে অক্টোবর সব সত্যি উদঘাটন হবে আর কাজলের হেনস্থা বাড়বে। অর্থাৎ আগামী ২৫ শে অক্টোবর মুক্তি পাবে কৃতি শ্যাননের প্রযোজনায় প্রথম ছবি ‘দো পাত্তি'(Do Patti)।

প্রসঙ্গত, ‘দো পাত্তি'(Do Patti) একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে । এই স্টারকাস্ট ছবির পরিচালনা করছেন শশাঙ্ক চতুর্বেদী। রহস্য থ্রিলার ছবির মুখ্য চরিত্রে রয়েছেন কৃতি এবং কাজল। এছাড়াও ছবিতে গুরত্বপূর্ণ চরিত্রে ধরা দেবেন শাহির শেখ। ছবিতে কৃতির ডবলরোল থাকতে পারে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যে মুক্তি পেয়েছে রোমঞ্চে ভরা ছবির টিজার। যা দর্শক মহলে ব্যাপক সাড়া ফলেছে। ‘দো পাত্তি’ ছবিতে কাজলের বেশ কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে কাজলের। দীর্ঘ ৭ বছর পর একই ছবিতে কাজল এবং কৃতিকে এক সঙ্গে দেখা যাবে । শেষ তাদের ‘দিলওয়ালে’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল।