করোনা চিকিৎসায় নতুন উপায় (Covid 19 FabiSpray)। বাজারে আসতে চলছে নতুন ওষুধ। নাকে স্প্রে করলে প্রতিরোধ গড়ে তোলা যেতে পারে কোভিডের বিরুদ্ধে। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছ থেকে ছাড়পত্র পেয়েছে মুম্বাইয়ের ডেভেলপার্স গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস।
গ্লেনমার্ক দাবি করেছে, নাইট্রিক অক্সাইড স্প্রে – ফ্যাবিস্প্রে হিসাবে বিক্রি করা হবে । নাকের শ্লেষের ওপর স্প্রে করতে হবে এটি। এর ফল দেহে তৈরি হবে এক প্রকার রাসয়নিক বাধা। যা দুর্বল করে পারবে করোনা ভাইরাসকে। এমনটাই দাবি স্প্রে উৎপাদক সংস্থার ।
সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই প্রতিষেধক মানব দেহে প্রভাব ফেলতে সক্ষম। এবং নিরাপদ। তৃতীয় ধাপের ট্রায়াল ইতিবাচক। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘২৪ ঘণ্টায় ভাইরাল প্রভাব ৯৪ শতাংশ এবং ৪৮ ঘণ্টায় ৯৯ শতাংশ কমে গিয়েছিল’। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কোভিড রোগীদের জন্য পণ্যটি ‘নিরাপদ ও ভালো প্রভাব প্রদান করবে পারবে। ‘
গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালসের আগের এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্যাবিস্প্রে ইতিমধ্যে অন্য দেশে অনুমোদন পেয়েছে। বাহরিন এবং ইসরায়েলে ‘এনভয়েড’ নামে বিক্রি করা হচ্ছে এই ওষুধ।