চলতি অধিবেশনে কংগ্রেসকে একের পর এক তীরে বিঁধছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তাঁর পাল্টা জবাব দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
প্রধানমন্ত্রী কংগ্রেসকে কটাক্ষ করে বলেছেন, মহাত্মা গান্ধী চাননি কংগ্রেস তৈরি হোক। এই দলটি না থাকলে দেশে জরুরী অবস্থা তৈরি হতনা। ভারতের রাজনীতিতে পরিবারতন্ত্র এনেছে কংগ্রেস। কংগ্রেস না থাকলে দরিদ্র মানুষ তাঁর অধিকারের জল ও বিদ্যুৎ পেত। প্রধানমন্ত্রীর কটাক্ষের পাল্টা জবা দিয়ে গেহলট জানিয়েছেন, ‘সবাই জানে জরুরী অবস্থা ছিল। সেবিষয়ে গবেষণা হতে পারে।’ যোগ করেন, সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য আশাহত ছিল। নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ গুলিকে পাল্টা বিরোধীদের দিকেই ঘুরিয়ে দিচ্ছে বিজেপি। কংগ্রেস সাম্প্রদায়িকতায় বিশ্বাস করেনা। স্বাধীনতার আগে ও পরে ঐক্য গঠনে বিশ্বাসী কংগ্রেস।
রাজস্থানের মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘বিজেপির ভুলের কারণে নোটবন্দি, লকডাউন হয়েছে। ব্যাঙ্কের বাইরে লম্বা লাইন বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। সেই দায় এড়িয়ে যেতে পারবে বিজেপি? ১৯৭৫ সালের জরুরী অবস্থা নিয়ে প্রধানমন্ত্রীকে এক হাট নিলেন গেহলট। তাঁর মতে, দেশে এই সময়ে অঘোষিত জরুরী অবস্থা চলছে।