চিন, জাপান সহ বিশ্বের বহু দেশে তিমি মাছ শিকার করা হয়। দীর্ঘদিন ধরেই এই সামুদ্রিক প্রাণী তিমি মাছের (Whale) ওপর নানান কার্যকলাপ করে এসেছে বিভিন্ন দেশের একাধিক সংস্থা। এবার সেই কর্মকাণ্ডের নিদর্শন দেখা গেল ভারতে। তিমি মাছের বমি পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল পাচারকারীরা। শনিবার মহারাষ্ট্রের থানেতে সাড়ে ৫ কেজির তিমির বমি উদ্ধার করে পুলিশ।
নেপালে বন্যার ধ্বংসযজ্ঞ, মৃতের সংখ্যা বেড়ে ১১২, চলছে উদ্ধারকার্য
যার বর্তমান বাজার মূল্য ছয় কোটি টাকার ওপর। ধৃতদের নাম অনিল ভোঁসলে, অঙ্কুশ শঙ্কর মালি ও লক্ষণ শঙ্কর পাতিল। শনিবার গোপন তথ্যে পুলিশ জানতে পারে থানের পাইপলাইন রোড দিয়ে বদলাপুরের দিকে একটি গাড়িতে করে তিমির বমি পাচার করছে পাচারকারীরা। সেই খবর পেয়েই পাচারকারীদের ধরতে ওঁত পাতে পুলিশ। তারপর সুযোগ বুঝেই তাঁদের আটক করে থানে থানার পুলিশ কর্মীরা।
কাঁচালঙ্কার ঝালে নয় দামেই পাগল, পেঁয়াজের দামও বাড়ল!
তিমির বমিকে অ্যাম্বারগ্রিস বলে। এটি থকথকে অর্ধতরল প্রকৃতির হয়। অনেক সময়ই সমুদ্রের জলে ভাসমান অবস্থায় দেখা যায় এই অ্যাম্বারগ্রিস। মূলত সুন্ধি ও যৌন সমস্যার চিকিৎসার ওষুধ তৈরি হয় এই তিমির বমি থেকে। আন্তর্জাতিক বাজারে বহু সংস্থাই এই ধরনের ওষুধ প্রস্তুত করে থাকে।
হার্ট অ্যাটাকের কারনে ৩৫ শতাংশ মৃত্যুই বাংলায়, পরিসংখ্যানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
মূলত তাঁদেরকে সরবরাহ করতেই এই পাচারকারীরা অ্যাম্বারগ্রিস পাচার করছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ওই তিন জন ছাড়া এই চক্রে আরও কারা কারা জড়িত তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করে তদন্তে নেমেছে পুলিশ।