ট্রাম বন্ধ হওয়ায় সরকারকে তীর্ব কটাক্ষ পরিচালক অনিক দত্তের

শহরে ১৫১ বছরের ঐতিহ্যের ইতি! আর কলকাতার রাস্তায় দেখা মিলবে না ট্রামের । এই সিদ্ধান্তে বাঙালির মনে বিস্ময়, ক্ষোভ, বেদনা, নস্ট্যালজিয়ার মিশেলে নতুন এক প্রতিবাদের…

Director Anik Dutt takes a dig at the government due to the closure of trams

শহরে ১৫১ বছরের ঐতিহ্যের ইতি! আর কলকাতার রাস্তায় দেখা মিলবে না ট্রামের । এই সিদ্ধান্তে বাঙালির মনে বিস্ময়, ক্ষোভ, বেদনা, নস্ট্যালজিয়ার মিশেলে নতুন এক প্রতিবাদের ঢেউ উঠেছে। এই আবহে সরকারকে গাধার সঙ্গে তুলোনা করলেন পরিচালক অনিক দত্ত(Anik Dutt)। পরিচালক তার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন ‘কলকাতার ঐতিহ্যবাদী ট্রাম শুরু করেছিল ঘোড়া! আর শেষ করল গাধারা।’

প্রসঙ্গত, সম্প্রতি পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেছিলেন, ‘এসপ্লানেড থেকে ময়দান পর্যন্ত হেরিটেজ আকারে একটি সুসজ্জিত ট্রাম থাকবে। যাঁরা কলকাতায় আসবেন তাঁরা চাপবেন। একটি জনস্বার্থ মামলা চলছে। কোর্টও জানতে চেয়েছে আমাদের সিদ্ধান্ত। বাকি কোনও রুটে ট্রাম চলবে না। লাইনও তুলে ফেলব। রাস্তা বাড়েনি। যান বেড়েছে। তাই যানজট হচ্ছে। এভাবে ট্রান চালানো অসম্ভব।’

   

ট্রাম বন্ধ হওয়ার খবর ছড়িয়ে পরতে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া। বৃহস্পতিবার শ্যামবাজার ট্রাম ডিপোতে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেখানে ভীড় জমিয়েছিল আমজনতা।
উল্লেখ্য, পরিচালক অনিক দত্ত বরাবরই স্পষ্টবাদি। আরজি কর কান্ডে প্রথম থেকে সরব হয়েছিলেন তিনি। এমনকি নিজের মতামতও রেখেছিলেন।