কামিন্সের শতরানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল শ্রীলংকা

গতকাল চন্ডিমলের পর আজ মেন্ডিস! চলতি শ্রীলংকা বনাম নিউজিল্যান্ড টেস্টে যেন পুরোনো মেজাজে ফিরছে ধনঞ্জয় ডি সিলভা এন্ড কোম্পানি। গতকালই গল টেস্টের (SL vs NZ)…

Kamindu Mendis Shines with Century for Sri Lanka Against New Zealand

গতকাল চন্ডিমলের পর আজ মেন্ডিস! চলতি শ্রীলংকা বনাম নিউজিল্যান্ড টেস্টে যেন পুরোনো মেজাজে ফিরছে ধনঞ্জয় ডি সিলভা এন্ড কোম্পানি। গতকালই গল টেস্টের (SL vs NZ) প্রথম দিনে শতরান করে ৩০০ রানের গন্ডি পার করেছিলেন লংকান ব্যাটার দীনেশ চন্ডিমল। আজ চন্ডিমালের সাথে একই সারিতে নিজেকে যুক্ত করলেন তরুণ শ্রীলংকান ব্যাটার কামিন্দু মেন্ডিস। আজ সকালে প্রথম ইনিংসে ব্যাটে করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ৪৩২ রানে ব্যাট করছে শ্রীলঙ্কার ক্রিকেট দল। আর পাহাড়-প্রমান রানের তালিকায় কামিন্দুর একাই সংগ্রহ ১০৮ রান। যদিও এখনো পর্যন্ত ব্যাট হাতে অপরাজিত রয়েছেন লংকান ব্যাটার। এছাড়াও শ্রীলংকার হয়ে ব্যাট হাতে ক্রিজে রয়েছেন উইকেট রক্ষক কুশল মেন্ডিস (১৬*)। কামিন্দু, চন্ডিমালের(১১৬) পাশাপাশি এদিন ব্যাট হাতে সফল হয়েছেন অভিজ্ঞ লংকান অলরাউন্ডার আঞ্জেলো ম্যাথেউস (৮৮)।

   

বেশ কিছুদিন আগেই গল স্টেডিয়ামে চিত্তাকর্ষক লড়াইয়ে নিউজিল্যান্ডেকে পরাজিত করেন শ্রীলংকার খেলোয়াররা। দ্বীপরাষ্ট্রের হয়ে ব্যাট হাতে সেই টেস্টেও শতরান করেছিলেন ২৯ বছর বয়সি কামিন্দু মেন্ডিস। মেন্ডিসের সৌজন্যেই প্রথম টেস্টে ৩০০ রানের গন্ডি টপকায় শ্রীলংকা। তবে গতকাল প্রথম ইনিংসের শুরুতেই ফিরে যান লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা (১)। তাড়াহুড়ো করে রান আউট হন আরেক ওপেনার করুণারত্নে (৪৬)। তবে নিশাঙ্কা ফিরলেও ব্যাট হাতে খেলা ধরে নেন চন্ডিমল এবং ম্যাথেউস। গতকালই ম্যাথেউসকে সাথে নিয়ে নিজের শতরান পূর্ণ করেন চন্ডিমাল। ২০৮ বল খেলে ১৫ টি বাউন্ডারি মেরে ১১৬ রান করেছেন এই ডান হাতি ব্যাটার। গতকাল কিউয়ি বোলার গ্লেন ফিলিপ্সের বলে আউট না হলে হয়তো আরো বড় রান আসত তাঁর ব্যাট থেকে। তবে চন্ডিমল সেঞ্চুরি করলেও , এদিন অল্পের জন্য নিজের শতরান হাতছাড়া করেছেন শ্রীলংকার অলরাউন্ডার আঞ্জেলো ম্যাথেউস। ৮৮ রানে তাঁকেও ফেরান ফিলিপ্স। অধিনায়ক ডি সিলভা ফেরেন ৪৪ রান করে।

শ্রীলঙ্কা রানের পাহাড় গড়লেও বল হাতে সাড়া জাগাতে ব্যর্থ হয়েছেন কিউয়ি বোলাররা। গলের উপমহাদেশীয় উইকেটে প্রথম টেস্টে ৫ উইকেট নিয়ে ম্যাচ জেতান লংকান স্পিনার জয়সুরিয়া। একই উইকেটে সাফল্য পেতে ব্যর্থ নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল-স্যান্টনাররা। এদিন স্পিনারদের পাশাপাশি ব্যর্থ হয়েছেন কিউয়ি পেসাররাও। বোল্টের অনুপস্থিতিতে সাউদি -উইলরাসেভাবে কিছু করতে পারেননি।

প্রসঙ্গত উল্লেখ্য যে শ্রীলঙ্কার পর ভারতের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবে নিউজিল্যান্ড। বর্তমানে টেস্ট ক্রিকেটের ক্রমতালিকাতেও পিছিয়ে রয়েছেন তাঁরা। দুই ম্যাচের এই সিরিজ হারলে এবছর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা খুব কঠিন হয়ে পড়বে ব্ল্যাকক্যাপস দের কাছে। উইলিয়মসনরা নিজেও জানেন সে কথা। তাই ২০২১ সালের চাম্পিয়নরা প্রথম ইনিংসে (SL vs NZ) এই বিপর্যয় সামলাতে পারেন কিনা সেটা দেখার অপেক্ষাতেই রয়েছে গোটা বিশ্ব।