সদ্য সমাপ্ত চেন্নাই টেস্ট জিতে ক্রমতলিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে গৌতম গম্ভীর এন্ড কোম্পানি। তবে জিতলেও খুব একটা আনন্দে মাতেনি ভারতীয় ক্রিকেট দল। আসলে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশের (IND vs BAN) বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে; অজি সফরের আগে টেস্ট ক্রমতলিকায় প্রথম স্থানে উঠে আসাটাই আসল লক্ষ্য রোহিত-বিরাট-বুমরাহদের। তবে লাল বলের সিরিজের পরপরই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। আর এই সিরিজেই তারকা ক্রিকেটারদের না খেলিয়ে নতুন দল খেলাতে পারে ভারত।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতার পরপরই সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন ভারতের তিন তারকা বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। যে কারণে আসন্ন বাংলাদেশের বিপক্ষে সিরিজে থাকছেন না তাঁরা। যাঁর জন্য তাঁদের বিকল্প খুঁজতে এখনই মাঠে নেমে পড়েছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। এছাড়াও দীর্ঘ বিরতি কাটিয়ে ক্রিকেটে ফেরা ঋষভ পান্তকেও টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে রাখার চিন্তা করছে ভারতীয় বোর্ড। কারণ বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজের পরপরই নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ খেলবে ভারত। সে সময় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার পান্তকে সম্পূর্ণ ফিট হিসাবেই পেতেই চাইবে গৌতম গম্ভীরের দল।
বেশ কিছুমাস পূর্বে জিম্বাবোয়ের বিরুদ্ধে তরুণ তারকা শুভ গোলের নেতৃত্বে বিকল্প টিম নিয়েই মাঠে নেমেছিল ভারতীয় দল। জিম্বাবুয়ের সফরে ৫ ম্যাচের সেই সিরিজ ৪–১ ব্যবধানে জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। তরুণ ব্যাটার অভিষেক শর্মা, রিয়ান পরাগ এবং তুষার দেশপাণ্ডের মত তারকা ক্রিকেটাররা ব্যাট এবং বল হাতে নিজেদের ভেলকি দেখিয়েছিলেন। তাই ‘প্রথম’সারির তারকাদের পরিবর্ত হিসেবে বাংলাদেশ সিরিজে এই নতুন মুখগুলি দেখা যেতে পারে। এছাড়াও এই সিরিজে বর্তমানে দলে সুযোগ পেয়েও ‘ব্রাত্য’ থাকা প্রতিভাবান খেলোয়াড় সরফরাজ খানেরও অভিষেক ঘটতে পারে।
India’s Squad For T20I series Against Bangladesh!
Suryakumar Yadav (C), Ruturaj Gaikwad, Abhishek Sharma, Sanju Samson (wk), Ishan Kishan, Rinku Singh, Riyan Parag, Shivam Dube, Hardik Pandya, Ravi Bishnoi, Washington Sundar, Harshit Rana, Arshdeep Singh, Avesh Khan & Mukesh… pic.twitter.com/5bhBxDkTq1
— Anil kumar (@anildilli007) September 23, 2024
IND vs BAN: একসঙ্গে ৩ কিংবদন্তিকে পিছনে ফেলতে পারেন অশ্বিন
তবে ঋষভের বিকল্প হিসেবে উইকেটকিপার-ব্যাটার নির্বাচন করতে বেশ সমস্যায় পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই মুহূর্তে ঋষভের বদলি দুজন সঞ্জু স্যামসন ও ঈশান কিষান। গতবছর ঘরোয়া ক্রিকেট না খেলায় কিষানের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করেনি বিসিসিআই। তবে এ বছর দলীপ ট্রফিতে অংশ নিয়ে ফর্মে ছিলেন এই উইকেটকিপার-ব্যাটার। অন্যদিকে এবারের দলীপে হতাশ করেছেন স্যামসন। তাই এই মহুর্তে নির্বাচকদের চোখে এগিয়ে থাকবেন ঈশান। তবে সঞ্জুর অভিজ্ঞতাকেও ভোলার উপায় নেই। সবমিলিয়ে সাদা পোশাকের লড়াই শেষে নীল জার্সি গায়ে কে মাঠে নামেন সেটাই এই মহুর্তে দেখার বিষয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে আগামী ৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ (IND vs BAN) টি টোয়েন্টি সিরিজ। দুর্গাপূজার আগে গোয়ালিয়রে খেলা হবে প্রথম ম্যাচ। এরপর ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে ভারতের টাইগার অভিযান।