গুজরাটের বেসরকারি রাসায়নিক গুদামে আগুন , মৃত্যু হয়েছে ১ জনের, আহত ৫ জন

গুজরাটের(Gujarat) বেসরকারি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকান্ড। এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের আহত আরও পাঁচজন। ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাট জেলায়। জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে সুরাটের সিমাদা…

Fire in private chemical warehouse in Gujarat, 1 dead, 5 injured

গুজরাটের(Gujarat) বেসরকারি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকান্ড। এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের আহত আরও পাঁচজন। ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাট জেলায়। জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে সুরাটের সিমাদা নাকা এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনের উপরে বেআইনিভাবে তৈরি একটি পাত্র শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।

কথিত আছে ওই তিনতলার আবাসিক ভবনের উপরে একটি অবৈধভাবে রাসায়নিক গুদাম তৈরি করা হয়েছিল। ঘটনার খবর পেয়ে সুরাট মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের ফায়ার ব্রিগেড দল ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে । ফায়ার ব্রিগেড দল কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এই ভয়াবহ অগ্নিকান্ডে সুরাট মেট্রোপলিটন মিউনিসিপ্যালিটির চিফ ফায়ার অফিসার বসন্ত পারেক জানিয়েছেন আগুনে এখানে কর্মরত পাঁচজন আহত হয়েছেন।আহতদের স্মির হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে স্থান থেকে আগুন লেগেছে সেখান থেকে একটি মৃতদেহও উদ্ধার করা হয়েছে।

   

সুরাট মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের চিফ ফায়ার অফিসার বসন্ত পারেক বলেন, “তিনতালার আবাসিক বাড়িতে পাত্রের একটি শেড বেআইনিভাবে তৈরি করা হয়েছিল।কেমিক্যালের ড্রামগুলো রাখা ছিল অবৈধ শেডের মধ্যে। শাড়িতে হীরা আটকাতে এই রাসায়নিক ব্যবহার করা হত। এ অগ্নিকাণ্ডে পাঁচজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি লাশও উদ্ধার করা হয়েছে। “