সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগে দাউদের বিরুদ্ধে এফআইআর এনআইয়ের

এনআইএ সোমবার ‘আন্ডারওয়ার্ল্ড ডন’ দাউদ ইব্রাহিম এবং ছোটা সাকিল সহ ৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। মাদক পাচার এবং বিভিন্ন দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ রয়েছে দাউদের…

সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগে দাউদের বিরুদ্ধে এফআইআর এনআইয়ের

এনআইএ সোমবার ‘আন্ডারওয়ার্ল্ড ডন’ দাউদ ইব্রাহিম এবং ছোটা সাকিল সহ ৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। মাদক পাচার এবং বিভিন্ন দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ রয়েছে দাউদের দলের বিরুদ্ধে।

সূত্রের খবর, এনআইএ দাবি করেছে দাউদ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে পাকমদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ, জামাত-উদ-দাওয়া এবং আল কায়েদার সঙ্গে হাত মিলিয়েছে। এফআইআরে উল্লেখ করা হয়েছে, ভারত ছাড়ার পর দাউদ শাকিল, জাভেদ চিকনা, ইকবাল মিরচি এবং অন্যান্যদের মাধ্যমে নিজের কাজ হাসিল করছিল।

দাউদ গোষ্ঠী বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি, রাজনৈতিক দলের নেতাদের ওপর হামলা করতে স্লিপার সেলকে কাজে লাগাতে পারে। ভারতেও দুষ্কৃতী নিয়োগ করা হচ্ছে এবং দাঙ্গার পরিস্থিতি তৈরি করতে আর্থিকভাবে তাদের সাহায্য করে চলেছে। যোগাযোগের জন্য ব্যবহার করা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এমনকি তাদের ষড়যন্ত্র সফল হলে ভারতে দাঙ্গা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে এনআইএ উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে তদন্তের স্বার্থে একটি কমিটি গঠন করবে।

Advertisements

তবে ডি কোম্পানির সূত্র মারফত জানা গেছে, সকল অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন। তদন্তকারী সংস্থাগুলি বহুদিন ধরে এইসব করে আসছে। কিন্তু এখনও কিছুই প্রমাণ করতে পারেনি।