প্রয়াত তৃণমূল সাংসদ, ফের উপনির্বাচনের জল্পনা বসিরহাটে

প্রয়াত হলেন বসির হাটের তৃণমূল (TMC) সাংসদ হাজি নুরুল ইসলাম (Haji Nurul Islam)। বুধবার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন লিভার ক্যানসারে।…

Basirhat tmc leader hazi nurul hasan died

প্রয়াত হলেন বসির হাটের তৃণমূল (TMC) সাংসদ হাজি নুরুল ইসলাম (Haji Nurul Islam)। বুধবার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন লিভার ক্যানসারে। চলতি বছর লোকসভা ভোটে বিজেপি রেখা পাত্রকে হারিয়ে বসিরহাট আসন থেকে জয়ী হয়েছিলেন তিনি। এবার হাজির আকস্মিক মৃত্যুতে ফের উপনির্বাচনের সম্ভাবনা দেখা দিল ‘বিতর্কিত’ বসিরহাট আসনে। 

লাগামছাড়া আনাজের দামে পকেটে টান আমজনতার

   

গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রেখা পাত্র বিপুল ভোটে হারিয়ে জয়লাভ করেছিলেন নুরুল ইসলাম । কয়েক লক্ষ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী তথা সন্দেশখালি আন্দোলনের মুখ রেখা পাত্রকে হারিয়ে জিতেছেন তিনি। যদিও সন্দেশখালি বিধানসভা কেন্দ্রে জিতেছিল বিজেপিই।

তারপর সাংসদ হওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। একাধিকবার হাসপাতালে ভর্তিও হয়েছিলেন। বিগত কিছুদিন ধরেই অসুস্থতার কারণে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। ২০১৯ সালে বসিরহাট কেন্দ্র থেকে টলিউড অভিনেত্রী নুসরত জাহানকে বিরাট ব্যবধানে জেতানোর পেছনে হাজি নুরুলের অনস্বীকার্য ভূমিকা রয়েছে বলে মনে করে তৃণমূলের একাংশ। কিন্তু এবার লোকসভা ভোটের আগে খাদ্যদুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি ও সন্দেশখালিতে শাহাজাহানের ঘটনা সামনে আসায় বেকায়দায় পড়তে হয়েছিল রাজ্যের শাসকদলকে। 

ঘনীভূত হচ্ছে ময়নাতদন্তের রহস্য, বুধে ফের সিজিওতে অপূর্ব

তারপর নারী নির্যাতন নিয়ে সন্দেশখালি কাণ্ড তুমুল শোরগোল ফেলে রাজ্যের পাশাপাশি জাতীয় রাজনীতিতেও। ভোটের আগে সেই নির্যাতিতার পরিবারের মুখ রেখা পাত্রকে বিজেপি প্রার্থী নির্বাচন করলে অস্বস্তি বাড়ে তৃণমূলের। পরে একটি ভিডিও ক্লিপস তুলে ওই আন্দোলন বিজেপির সাজানো বলেই দাবি করে তৃণমূল। পরবর্তীতে সংখ্যালঘু অধ্যুষিত ওই আসনে বিরাট ভোটে জেতেন তৃণমূল প্রার্থী নুরুল ইসলাম। 

বুধে ওমর আবদুল্লাহ ভাগ্য নির্ধারণ, নির্বিঘ্নেই চলছে উপত্যকার দ্বিতীয় দফার ভোট

কিন্তু এবার ইসলাম মৃত্যুতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কবে হবে বসিরহাটের উপনির্বাচন। সংবিধান অনুযায়ী কোনও কেন্দ্রের প্রার্থীর মৃত্যু হলে বা দলবদল করলে সেই কেন্দ্রে পুনরায় নির্বাচন করা হয়ে থাকে। সুতরাং বসিরহাট যে আগামীদিনে ফের নির্বাচনের মুখ দেখতে চলেছে সেকথা বলাই বাহুল্য। আর বসিরহাটের অন্তর্গত সন্দেশখালি আন্দোলনের অন্যতম নেত্রী রেখা পাত্রের ভাগ্য কী এবার শিঁকে ছিড়বে? এমন প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।