ফের নিম্নচাপের ভ্রুকুটি, মাটি হয়ে যেতে পারে পুজোর শপিং!

সকাল থেকে আকাশের মুখ ভার৷ কলকতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝমঝমিয়ে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি৷ ভাসছে বাংলা৷ জলমগ্ন খানাকুল, উদয়নারায়ণপুর, ঘাটাল৷ বিঘার পর বিঘা…

juuuu ফের নিম্নচাপের ভ্রুকুটি, মাটি হয়ে যেতে পারে পুজোর শপিং!

সকাল থেকে আকাশের মুখ ভার৷ কলকতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝমঝমিয়ে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি৷ ভাসছে বাংলা৷ জলমগ্ন খানাকুল, উদয়নারায়ণপুর, ঘাটাল৷ বিঘার পর বিঘা জমি এখনও জলের তলায়৷ বন্যা(weather update )পরিস্থিতি নিয়ে  কেন্দ্রকে দুষেছে রাজ্য৷ এরই মধ্যে সামনেই দুর্গা পুজো৷ আর হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা৷ স্বাভাবিকভাবেই এই কয়েকটা দিন পুজোর শপিং হাতছাড়া করতে চাইছে না আমজনতা৷ বৃষ্টি উপেক্ষা করেই ছাতা মাথায় কেনাকটি করতে বেরিয়ে পরেছেন সাধারণা মানুষ৷

হাওয়া অফিসের খবর অনুযায়ী, এরই মাঝে ফের বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। যার প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিতে ভাসতে পারে বাংলা, ওড়িশা, বিহার ও ঝাড়খণ্ড, জানাল হাওয়া অফিস। এই খবরে স্বাভাবিকভাবেই মুখ ভার সকলের। তাই কেনাকাটি যাতে ভেস্তে না যায়৷ তাই সকলের মনে একটাই প্রশ্ন কবে থেকে উন্নতি হবে আবহাওয়ার?

   

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর,সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টি। আজ,বুধবার ও আগামিকাল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই তালিকায় রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া সহ মুর্শিদাবাদ৷ বৃহস্পতিবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়।

দক্ষিণের পাশাপাশি বুধবারও উত্তরবঙ্গের সব জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। অন্যদিকে শুক্রবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে৷