বুধে ওমর আবদুল্লাহ ভাগ্য নির্ধারণ, নির্বিঘ্নেই চলছে উপত্যকার দ্বিতীয় দফার ভোট

বুধবার সকাল থেকেই দ্বিতীয় দফার ভোট চলছে উপত্যকায় (Jammu & Kashmir election)। সকাল সাতটা থেকে শুরু করে সন্ধ্যে জম্মুর তিনটি এবং কাশ্মীরের তিনটি জেলা মিলিয়ে…

বুধবার সকাল থেকেই দ্বিতীয় দফার ভোট চলছে উপত্যকায় (Jammu & Kashmir election)। সকাল সাতটা থেকে শুরু করে সন্ধ্যে জম্মুর তিনটি এবং কাশ্মীরের তিনটি জেলা মিলিয়ে ২৬টি বিধানসভা কেন্দ্রে রয়েছে ভোট। বুধবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত। আর এই দফায় লড়ছেন কাশ্মীরের হেভিওয়েট প্রার্থী ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ। ন্যাশনাল কনফারেন্সের এই নেতা এবার লড়ছেন দুটি কেন্দ্র থেকে। 

বুধে অপরিবর্তিত পেট্রোলের দাম, কলকাতা সহ গোটা দেশে জ্বালানীর দর কত?

   

এছাড়াও বিজেপির রাজ্য সভাপতি রবীন্দ্র রায়না, প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কাড়রা, আপনি পার্টির প্রধান আলতাফ বুখারির মতো আরও কয়েকজন নেতার দিকে নজর থাকবে বিশেষজ্ঞদের। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও যাতে শান্তিপূর্ণ ভোট হয় তা নিশ্চিত করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

১২০ কোটি টাকার দুর্নীতি, দল থেকে বহিস্কৃত মালবাজার পুরসভার প্রধান

তিনটি দফায় ভোটগ্রহণ হবে ১ অক্টোবর পর্যন্ত। ৮ অক্টোবর ফল ঘোষণা। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ, রাজৌরি, রইসির নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত ৯ জুন রইসিতে তীর্থযাত্রীদের বাসে জঙ্গি হামলা হয়েছিল। এছাড়া ২০২১ সালের অক্টোবর থেকেই রাজৌরি ও পুঞ্চে বহু হামলার ঘটনা ঘটেছে। যার ফলে মৃত্যু হয়েছে ৩৫ জন নিরাপত্তা রক্ষী এবং ৮ জন সাধারণ নাগরিকের। আর সেই কারণেই আলাদা করে নিরাপত্তা বেশি আঁটসাঁট করা হয়েছে এই জেলাগুলিতে।

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে অর্থ শক্তি ব্যবহারের প্রতি ‘জিরো টলারেন্স’ ঘোষণা ইসির

২০১৯ সালে ৩৭০ ধারা তোলার পর প্রথম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাশ্মীরে। গতবছর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশ ছিল ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে কাশ্মীরে নির্বাচন করাতে হবে। সেই নির্দেশ পেয়ে তড়িঘড়ি উপত্যকায় নির্বাচনের প্রস্তুতি নেয় কেন্দ্র ও নির্বাচন কমিশন। প্রথম দফা থেকেই উপত্যকাবাসীর মধ্যে ভোট দেওয়ার স্বতঃস্ফুর্ততা দেখা গিয়েছে।