কেষ্ট গড়েই মমতার প্রশাসনিক বৈঠক, একান্তে সাক্ষাৎ অনুব্রতর!

প্রায় দুই বছর পরে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মন্ডল (Anubrata Mondal) ঘরে ফিরেছেন৷ গরুপাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে৷ প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর…

kkk কেষ্ট গড়েই মমতার প্রশাসনিক বৈঠক, একান্তে সাক্ষাৎ অনুব্রতর!

প্রায় দুই বছর পরে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মন্ডল (Anubrata Mondal) ঘরে ফিরেছেন৷ গরুপাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে৷ প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড় জেলে বন্দি ছিলেন তিনি। এতদিন পর ‘খাঁচার বাঘ’বেড়িয়েছে তা বলাই বাহুল্য৷

তিহাড় জেল থেকে মুক্তির পর মেয়ে সুকন্যা মণ্ডলের সঙ্গে সোমবার রাতের বিমানেই কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। মঙ্গলবার ভোরে পৌঁছন কলকাতায়। এরপর সোজা বীরভূমের উদ্দেশে রওনা দেন দিদির কেষ্ট। সঙ্গে ছিলেন সুকন্যা এবং অনুব্রত-ঘনিষ্ঠ আরও কয়েক জন নেতা। প্রসঙ্গত, বন্যা কবলিত জায়গা ঘুরে দেখতে দুই দিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের৷ গতকাল বর্ধমানে গিয়ে সেখানে সরজেমিনে খতিয়ে দেখার পর প্রশানসিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷

   

আজ কেষ্ট গড়েই প্রাশানসিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ বৈঠকে থাকতে পারেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ সূত্রে এমনই খবর। জানা গিয়েছে,মঙ্গলবার প্রশাসনিক বৈঠকের পর সরকারি গেস্ট হাউস ‘রাঙাবিতান’-এ অনুব্রত যাবেন মমতার সঙ্গে দেখা করতে। সেখানেই আলাপ-আলোচনা করতে পারেন বলে সূত্রের খবর৷ তবে সেই বৈঠকে কী বিষয় নিয়ে আলোচনা করা হবে এখনও কিছু জানা যায়নি৷ তবে রাজনীতির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, জেলা সভাপতি হিসেবে এবার থেকে কাজকর্ম কীভাবে চালাবেন বা পরবর্তী ভোটের আগে নতুন চমক থাকবে কী না তা নিয়ে দুজনের মধ্যে কথা হতে পারে বলে সূত্রের খবর।

অনুব্রতর গ্রেফতারির পর মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “কেষ্টকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনব।” বীরভূমের ফেরার পথেও কেষ্টর গলায় শোনা গিয়েছে দিদির কথা৷ অনুব্রত বললেন, “আমি আদালতকে সম্মান করি, আইন মেনে চলি।” সঙ্গে এ কথাও বললেন, “দিদির জন্য আছি, বরাবরই থাকব।” মুখ্যমন্ত্রী এবং গোটা রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছাও জানান তিনি।