সুর সম্রাজ্ঞীর স্মরণে আসছে পোস্টাল স্ট্যাম্প

লতা মঙ্গেশকরের স্মরণে এবার আসছে পোস্টাল স্ট্যাম্প। রেল এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত মন্ত্রী অশ্বিনী বিষ্ণোউ একথা জানিয়েছেন। একটি অনুষ্ঠানে সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, লতা…

Lata Mangeshkar

লতা মঙ্গেশকরের স্মরণে এবার আসছে পোস্টাল স্ট্যাম্প। রেল এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত মন্ত্রী অশ্বিনী বিষ্ণোউ একথা জানিয়েছেন। একটি অনুষ্ঠানে সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, লতা মঙ্গেশকরের স্মরণে কি কোনও পোস্টাল স্ট্যাম্প আসছে উত্তরে তিনি বলেন, অবশ্যই।

৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে প্রয়াত হন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ভারতরত্ন সম্মানে সম্মানিত কোকিলকণ্ঠী এই গায়িকা করোনা আক্রান্ত হয়ে ৮ জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপর থেকে অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি। ক্রমশ অবস্থা খারাপ হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে আইসিইউকে রাখা হয়েছিল তাঁকে। রবিবার মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হার হয় তাঁর। প্রয়াত হন সুর সম্রাজ্ঞী।

   

কিংবদন্তী গায়িকার প্রয়াণে সোমবার পূর্ণদিবস ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র। পশ্চিমবঙ্গে অর্ধদিবস ছুটি। দুদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

Advertisements

গতকালই রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন শাহরুখ খান, সচিন তেণ্ডুলকর সহ অনেকে। পুষ্পা্র্ঘ দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুর সম্রাজ্ঞীর শেষকৃত্যের জন্য শিবাজি পার্কের প্রায় ২ হাজার বর্গফুট জায়গায় ব্যারিকেড করা হয়। ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, অনুপম খের, সঞ্জয় লীলা বনশালি সহ অনেকেই সুর সম্রাজ্ঞীর প্রভু কুঞ্জের বাড়িতে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। লতা মঙ্গেশকরের শেষকৃত্যের জন্য শিবাজি পার্ককে ফুল দিয়ে সাজানো হয়। শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর।