ভারতের একমাত্র রেলওয়ে স্টেশন, যেখানে যেতে দরকার পাসপোর্ট ও ভিসা!

দেশের বাইরে বিদেশ যেতে গেলে পাসপোর্টের দরকার তা প্রায় সকলের কাছেই জানা৷ কিন্তু জানেন, নিজের দেশের ভিতরেও এমন এক জায়গা রয়েছে যেখানে যেতে দরকার পাসপোর্টের৷…

দেশের বাইরে বিদেশ যেতে গেলে পাসপোর্টের দরকার তা প্রায় সকলের কাছেই জানা৷ কিন্তু জানেন, নিজের দেশের ভিতরেও এমন এক জায়গা রয়েছে যেখানে যেতে দরকার পাসপোর্টের৷ কথাটা শুনে চমকে গেলেও এটাই সত্যি৷
ভারতেই এমন এক রেলওয়ে(Rail Station) স্টেশন রয়েছে, যেখানে পাসপোর্ট ও ভিসার প্রয়োজন পড়ে৷ তাই সকলের মনেই একটাই প্রশ্ন তাহলে এমন কোন জায়গা রয়েছে যেখানে যেতে ভিসা ও পাসপোর্টের প্রয়োজন৷

জানা গিয়েছে, এই স্টেশনটির নাম হল আটারি শ্যাম সিং। পঞ্জাবের এই রেলস্টেশনে যেতে আপনাকে পাসপোর্ট-ভিসার প্রয়োজন পড়বে। তবে কেন? সেই বিষয় নিয়ে জানা গিয়েছে, এই স্টেশনটি ভারতও পাকিস্তান সীমান্তের একদম পাশে অবস্থিত। আর এই অমৃতসর ও লাহোর লাইনের মধ্যে এটিই শেষ স্টেশন।

   

তাই যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সমঝোতা এক্সপ্রেস ট্রেন চলত,সেই সময়েই পঞ্জাবের এই আটারি স্টেশন থেকেই ট্রেনের যাত্রা শুরু হত। আটারি স্টেশন থেকে ট্রেনে ওঠার আগে ভারতীয় পাসপোর্ট ও ভিসা দেখাতে হত। বিশেষকরে একইভাবে পড়শি দেশ থেকে যখন ট্রেনটি আসত, তখনও যাত্রীদের পাসপোর্ট ও ভিসা বৈধ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হত। ভারত-পাকিস্তান ওয়াগা আন্তর্জাতিক সীমান্তেরও খুব কাছে অবস্থিত এই স্টেশন। ।