বাংলাদেশ (Bangladesh) থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা (Sheikh hasina) চলে এসেছেন ভারতে। গত ৫ আগস্ট রক্তাক্ত গণবিক্ষোভে তিনি ক্ষমতাচ্যুত হন। তাঁর সরকারি আবাসন ‘গণভবন’ লুট করে উত্তেজিত জনতা। আপাতত দেশত্যাগী হাসিনা ‘গৃহহীন’! তিনি ভারত সরকারের আশ্রিত। এবার তাঁর মন্ত্রিসভার সদস্য তথা বাংলাদেশের প্রাক্তন ভূমিমন্ত্রীর কুবেরের খাজানার সন্ধান মিলল।
বাইডেনের সঙ্গে চিন-বাংলাদেশ নিয়ে আলোচনা , মার্কিন সফরে মোদী
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ একটি অনুসন্ধানমূলক প্রতিবেদনে লিখেছে, বাংলাদেশের ভূমিমন্ত্রী থাকাকালীন সাইফুজ্জামান চৌধুরী ইংল্যান্ড, আরব আমিরশাহিসহ বিভিন্ন দেশে বিপুল সম্পত্তি কিনে রেখেছেন। ইংল্যান্ডেই কমপক্ষে ৩৬০টি বাড়ির মালিক তিনি।
আলজাজিরার প্রতিবেদনে বাংলাদেশে প্রবল আলোড়ন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নেতাদের বিপুল বেআইনি সম্পদের হদিস মিলতে শুরু করেছে। বাংলাদেশের প্রাক্তন ভূমিমন্ত্রীর মতো আরও প্রাক্তন মন্ত্রীদের সম্পত্তির হদিস মিলছে বিভিন্ন দেশে। তবে সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি চমকপ্রদ।
Tirupati: তিরুপতির প্রসাদে পশুর চর্বি মেশাতো জগন সরকার, নায়ডুর দাবিতে উত্তাল অন্ধ্রের রাজনীতি
প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইংল্যান্ডে ২৫০ মিলিয়ন ডলার খরচ করে ৩৬০টি বিলাসবহুল বাড়ি কিনে রেখেছেন সাইফুজ্জামান চৌধুরী। বাংলাদেশি অর্থে প্রায় ৩ হাজার কোটি টাকার সমান তার সম্পত্তি। তার রিয়েল এস্টেট ব্যবসা সংযুক্ত আরব আমিরশাহির দুবাই, নিউইয়র্ক, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া পর্যন্ত ছড়িয়ে আছে। সবমিলিয়ে তিনি বিশ্বজুড়ে ৫০০টির বেশি বাড়ির মালিক। এই সম্পত্তির মূল্য প্রায় ৭০০ মিলিয়ন আমেরিকান ডলার।
আলজাজিরার দাবি, শেখ হাসিনার সরকার থাকাকালীন বাংলাদেশের তৎকালীন ভূমিমন্ত্রীর বেআইনি সম্পত্তির বিষয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরি শুরু হয়েছিল। তাদের সাংবাদিক গত বছর বিনিয়োগকারী ছদ্মবেশে তৎকালীন বাংলাদেশের ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সঙ্গে দেখা করেছিল। গোপন ক্যামেরায় সেই সাক্ষাৎ ধরা আছে।
সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল
প্রতিবেদনে বলা হয়েছে, বড়াই করে সাইফুজ্জামান জানিয়েছিলেন, তিনি হাজার হাজার টাকার কুমিরের চামড়ার তৈরি জুতো কেনেন। লন্ডনের সবচেয়ে দামী দোকান থেকে ইটালিয়ান স্যুট তৈরি করে পরেন। লন্ডনের নিজের বাড়িও ঘুরিয়ে দেখান তিনি। এখানে রয়েছে সিনেমা হল, জিম, ব্যক্তিগত এলিভেটর এবং নতুন রোলস রয়েলস গাড়ি রাখার নিরাপদ আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া।
সাইফুজ্জামানের বিরুদ্ধে এখন অর্থপাচারের অভিযোগ এনে তদন্ত শুরু হয়েছে। তার ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত। শেখ হাসিনা যখন ভারতে চলে যান তখন সাইফুজ্জামানও দেশে ছেড়ে চলে যান। আলজাজিরা বলছে, গোপনে রেকর্ড করা সেই সাক্ষাৎকারে তৎকলীন বাংলাদেশের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান বলেছিলেন “শেখ হাসিনা আমার বস… তিনি জানেন যুক্তরাজ্যে (ইংল্যান্ড) আমার ব্যবসা আছে।”