সিবিআই দফতরে ডাক পড়ল মীনাক্ষী মুখোপাধ্যায়ের

আরজি কর কাণ্ডে গর্জে উঠেছে গোটা দেশ৷ প্রায় একমাসের বেশি হয়ে গিয়েছে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়ার চিকিৎসকেরা (junior doctors )৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে একের পর…

আরজি কর কাণ্ডে গর্জে উঠেছে গোটা দেশ৷ প্রায় একমাসের বেশি হয়ে গিয়েছে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়ার চিকিৎসকেরা (junior doctors )৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে একের পর একে বৈঠক ভেস্তে গিয়েছে৷ কাটেনি জট৷ এরই সঙ্গে ১৪ই অগস্ট রাত দখলের রাতে সেই আরজি করেই ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী৷ কিন্তু হাসপাতাল কেন ভাঙচুর করা হল, বা এই তালিকায় কারা রয়েছেন পুরো বিষয়টি খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এরই মধ্যে এবার সিবিআই অফিসে ডাক পড়ল ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee)।

এর আগেও সিবিআই আধিকারিকরা ডেকে পাঠিয়েছিলেন তাঁকে। কিন্তু সিবিআই-এর ডাকে তাঁর সাড়া মেলেনি৷ কারণ সেই সময়ে ডিওয়াইএফআই নেত্রী দলীয় কর্মসূচিতে ব্যস্ত ছিলেন৷ তবে বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ সিবিআই দফতরে যাবেন বামনেত্রী। মূলত, ১৪ অগস্ট আরজি করে ভাঙচুড়ের ঘটনা নিয়ে কথা বলার জন্য মীনাক্ষীকে ডেকে পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।

   

সেই সঙ্গে আজ সিজিওতে যাবেন মীনাক্ষী। তাঁর বয়ান রেকর্ড করবেন সিবিআই৷ মূলত সেদিন রাতের ঘটনা নিয়েই তাঁকে প্রশ্ন করা হবে বলে সিবিআই সূত্রে খবর৷