বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ (India vs Bangladesh Live Streaming)। ৪০ দিনেরও বেশি সময় বিরতির পর এই ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। এমন পরিস্থিতিতে সিরিজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ভারতীয় সমর্থকরা। ভারত ও বাংলাদেশ এখনও পর্যন্ত ১৩টি টেস্ট ম্যাচ খেলেছে। ১১টি টেস্ট জিতেছে ভারত, ড্র করেছে দু’টিতে। সম্প্রতি পাকিস্তানকে টেস্ট সিরিজে হারিয়েছে বাংলাদেশ। আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ দল। সবার পক্ষে মাঠে গিয়ে খেলা দেখা সম্ভব হবে না। তাহলে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের লাইভ স্ট্রিমিং দেখবেন কোথায়? চলুন জেনে নেওয়া যাক।
ইনি হবেন ভারতের নতুন অধিনায়ক! করা হল বড় দাবি
ভারত বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচ ভারতীয় সময় সকাল ৯.৩০ থেকে শুরু হবে। প্রথম টেস্ট হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে, দ্বিতীয় টেস্ট হবে কানপুরের গ্রিন পার্কে। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় ম্যাচ। ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ স্পোর্টস ১৮-এর একাধিক চ্যানেলে দেখা যাবে। এছাড়াও লাইভ দেখা যাবে কালার্স সিনেপ্লেক্সে। জিও সিনেমায় ভারত ও বাংলাদেশের টেস্ট সিরিজের লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন। মোবাইল ছাড়াও ল্যাপটপ ও স্মার্ট টিভিতেও জিও সিনেমা অ্যাপ ব্যবহার করা যাবে।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ভারতীয় স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), আকাশ দীপ, যশ দয়াল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।
আলাদা করে ভারতের ৩ ক্রিকেটারের নাম নিলেন রোহিত
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, সাদমান ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা, সৈয়দ খালেদ আহমেদ, জাকির হাসান জয় ও জাকির হাসান।