আলোচনা চেয়ে ফের নবান্নকে ইমেল জুনিয়ার ডাক্তারদের

জুনিয়ার চিকিৎসকেরদের (Junior Doctors) দাবি মেনে নেওয়ার পর এখনও জট কাটেনি৷ তাঁরা তাঁদের  দাবিতে অনড় রয়েছেন৷ কিন্তু সকলের মনে একটাই প্রশ্ন রয়েছে যে, দাবি মেনে…

জুনিয়ার চিকিৎসকেরদের (Junior Doctors) দাবি মেনে নেওয়ার পর এখনও জট কাটেনি৷ তাঁরা তাঁদের  দাবিতে অনড় রয়েছেন৷ কিন্তু সকলের মনে একটাই প্রশ্ন রয়েছে যে, দাবি মেনে নেওয়া হলেও এখনও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন কেন? এই বিষয় নিয়ে গতকাল রাতেই জুনিয়ার চিকিৎসকেরা এক সাক্ষাযকারে জানিয়ে ছিলেন যে,গতকালই স্বাস্থ্য অধিকর্তা,স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণ করানো হয়েছে৷

Advertisements

এখনই কর্মবিরতি তুলবেন না তাঁরা। পাঁচ দফা দাবির চতুর্থ-পঞ্চম দফা এখনও পূরণ হয়নি। সেই কারণে আজ বুধবার সকালেই মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি লিখলেন জুনিয়র ডাক্তারেরা। সেই চিঠিতে বলা হয়েছে, তাঁদের দাবির কয়েকটি জায়গা এখনও সমাধান হয়নি। তাই দাবি সমাধানের আশাতেই চিঠি লেখা হয়েছে৷ রাজ্য সরকারের তরফে সদার্থক উত্তর পাওয়ার আশায় রয়েছেন জুনিয়ার চিকিৎসকেরা৷

   

এই দাবিগুলির মধ্যে রয়েছে, স্বাস্থসচিবের অপসারণ, ডাক্তারদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে হবে৷ সেই সঙ্গে হাসাপাতালে থ্রেট কালচারের বিষয়টি বন্ধ করতে হবে৷ 

Advertisements