৫ গোল দিয়ে খেতাব জয়ের আরও কাছে ইস্টবেঙ্গল

কলকাতা ফুটবল লিগ ২০২৪ (CFL 2024)-এ ক্রমে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। মঙ্গলবার লিগের ম্যাচে সুরুচি সংঘের বিরুদ্ধে ৫-০ গোলে জিতল…

East Bengal FC

কলকাতা ফুটবল লিগ ২০২৪ (CFL 2024)-এ ক্রমে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। মঙ্গলবার লিগের ম্যাচে সুরুচি সংঘের বিরুদ্ধে ৫-০ গোলে জিতল লাল হলুদ ব্রিগেড। বিরতির আগেই ৪ গোল দিয়েছিল ইস্টবেঙ্গল। জোড়া গোল আমন সিকের।

রেকর্ড পঞ্চমবারের জন্য এশিয়া সেরা ভারত

   

এবারের কলকাতা ফুটবল লিগের শুরু থেকে অপ্রতিরোধ্য ইস্টবেঙ্গল এফসি। গ্ৰুপ পর্বের পর সুপার সিক্সের লড়াইয়েও এগিয়ে চলেছে মশাল বাহিনী। এদিন সুরুচি সংঘের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়েছে ইস্টবেঙ্গল এফসি। গ্ৰুপ পর্বে সুরুচি সংঘ যে খেলাটা খেলেছি, সুপার সিক্সে এসে সেই পারফরম্যান্স করতে পারছেন না টোটোন দাস, দেবজিৎ বসাক, আবুসুফিয়ানরা। ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও চাপে ছিল সুরুচি সংঘ।

ম্যাচ শুরু হওয়ার দশ মিনিটের মধ্যে গোল করে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। নিজের তথা দলের প্রথম গোলটি করেন আমন। এক গোলে এগিয়ে যাওয়ার পর প্রতিপক্ষের রক্ষণের ওপর আরও চাপ বাড়াতে শুরু করেন বিনো জর্জের ছাত্ররা। প্রথম গোল দেওয়ার মিনিট দশেকের মধ্যে ব্যবধান দ্বিগুণ করে লাল হলুদ বাহিনী। দ্বিতীয় গোল বিষ্ণু পিভির। ২৬ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন জেসিন টিকে। বিরতির আগে (৪১ মিনিটে) দলের চতুর্থ তথা নিজের নামের পাশে দ্বিতীয় গোলটি তুলে নেন আমন।

বিরতির পর সুরুচি তাদের রক্ষণ আরও মজবুত করে মাঠে নেমেছিল। ইস্টবেঙ্গলও কমিয়েছিল আক্রমণের ঝাঁঝ। কারণ ততক্ষণে মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছে কোন দলের ঝুলিতে প্রবেশ করতে চলেছে পুরো পয়েন্ট। সুরুচি রক্ষণে জোর দিলেও ইস্টবেঙ্গলকে রুখতে পারেনি। ইস্টবেঙ্গলের হয়ে স্কোরলাইন ৫-০ করেন মহম্মদ রোশাল।

রাভশনের বিরুদ্ধেও অনিশ্চিত জেমি

এই জয়ের ফলে কলকাতা ফুটবল লিগ খেতাবের আরও কাছে চলে গেল ইস্টবেঙ্গল। ১৪ ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট এখন ৪০। দ্বিতীয় স্থানে রয়েছে ডায়মন্ড হারবার এফসি। ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট পেয়েছে কিবা ভিকুনার দল।